সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবহাওয়া উত্তপ্ত না কি শীতল? কাল কি আকাশ পরিষ্কার থাকবে? নাকি বৃষ্টি এসে গোটা শহরকে ভাসিয়ে দেবে? এই খবরগুলি জানতে নজর রাখতেই হবে আবহাওয়ার খবরে। কিন্তু কখনও এই খবরই যদি পড়েন কোনও এক সুন্দরী তণ্বী সঞ্চালিকা, তাহলে হয়ত খবরের দিকে আর কোনও মনই থাকবে না। সারাক্ষণ চোখ থাকবে সেই সঞ্চালিকার দিকেই। এমনটাই হয়ত হয়েছে মেক্সিকোর সাধারণ মানুষের মনে। পেশায় সঞ্চালিকা। পড়েন আবহাওয়ার খবর। কিন্তু ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলে ফেলেছেন ইয়ানেট গার্সিয়া। তাঁর কিছু খোলামেলা ছবি ভক্তদের মনে তুলেছে ঝড়। আর তাতেই অনেকে তাঁকে বিশ্বের সবচেয়ে সুন্দরী সঞ্চালিকার তকমাও দিয়েছেন।
২৬ বছর বয়সি সুন্দরী ইয়ানেট মেক্সিকোর নুয়েভো লিওনের বাসিন্দা। সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন কলম্বিয়ায়। বিকিনি পরে তুলেছিলেন বেশ কিছু ছবি। পরে সেগুলিই পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এই মুহূর্তে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ৫০ লক্ষ। নেটদুনিয়ায় রীতিমতো সেলিব্রিটি তিনি। আর তাই কলম্বিয়ায় তাঁর ছুটি কাটানোর ছবিগুলি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যে ইন্টারনেটের ভক্তরা ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ছবিগুলির প্রশংসাও করেছেন। কেউ লিখেছেন, ‘আপনাকে সত্যিই খুব সুন্দর দেখতে।’ কোনও এক মহিলা আবার লিখেছেন, ‘ইস! যদি আপনার মতো দেখতে হতাম।’ এখানেই শেষ নয়, কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে যোগব্যায়াম করার একটি ভিডিও পোস্ট করেছিলেন সেটি। সেই ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছিল।
দেখুন সেই ভিডিও:
আপনিও দেখে নিন এই সুন্দরী সঞ্চালিকার সেই ছবি:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.