সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে দেশজুড়ে চলা লকডাউনে আর যাই হোক কিছুটা যেন স্বস্তি পেয়েছে বন্যপ্রাণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে, মানুষের উপস্থিতি কম হওয়ায় অনেক সময় লোকালয়েই চলে এসেছে বিভিন্ন বন্যপ্রাণী। নেটিজেনরাও সেই ভিডিও তাড়িয়ে উপভোগ করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে সেরকমই একটি ভিডিও। যেখানে চার–পাঁচটি সিংহীর সঙ্গে জল খেতে এসেছে একঝাঁক সিংহশাবক। না, তারা লোকালয়ে আসেনি। ভিডিওটি গুজরাটের (Gujarat) গির (Gir) অভয়ারণ্যের। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছেন পরভীন কাসওয়ান নামে এক আইএফএস (IFS) আধিকারিক। তারপরই তা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে চার–পাঁচটি সিংহী। আর তাদের পিছনেই ফুটফুটে বেশ কয়েকটি সিংহশাবককেও পরবর্তীতে দেখা যায়। মায়েদের সঙ্গে তারাও প্রথমে জল খায়, তারপর এদিক–ওদিক ঘোরাঘুরি করতে থাকে। ভিডিওটি শেয়ার করে ওই আইএফএস আধিকারিক লেখেন, ‘‘এর আগে কখনও এরকম সুন্দর এতগুলো সিংহকে একসঙ্গে দেখেছেন? এরা প্রত্যেকেই বিশ্ব সিংহ দিবস (World Lion Day) উদযাপন করছে।’’
Have your ever seen such beautiful pride of lions. They are going for #worldlionday2020 celebration with @dcfsasangir. pic.twitter.com/IxcF0uwwho
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 9, 2020
এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হু হু করে শেয়ার হতে থাকে। অনেকেই নানা মন্তব্যও করেন। কেউ আবার গুজরাটের গির অভয়ারণ্যে কর্মরত বনদপ্তরের আধিকারিকদেরও প্রশংসা করেন। আসলে গুজরাটের এই অঞ্চলে বসবাস করে এশিয়াটিক সিংহের প্রজাতি। যা কিনা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় সেই সিংহদের এতবড় দলটির ভিডিও দেখতে পেরে খুশি নেটিজেনরা।
They all are wondering , curiously moving forward as Pride together to see what has Gir forest Staff and officers @dcfsasangir kept something as Surprise ..A special Favourite Buffet lay out /special Celebrations 🎉🎉 🎈 of The Lion 🦁 King 👑 Screening ..with Lion 🦁 Face 🎂
— Nisha rai (@nisharai_ggc) August 9, 2020
Seems all lioness n kiddos r going for a surprise party on #WorldLionDay organised by dere husbands n dads👏🏻👏🏻😄😄
— @$♈️ (@astheticgirl25) August 9, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.