Advertisement
Advertisement

Breaking News

Telangana

তেলেঙ্গানায় ‘অলৌকিক’ কাণ্ড, শরীরের উপর দিয়ে ট্রেন চলে যেতেই উঠে দাঁড়ালেন মহিলা!

ভাইরাল ভিডিও দেখে অবাক নেটজেনরা।

Woman's Escape After Train Passes Over Her In Telangana
Published by: Kishore Ghosh
  • Posted:August 26, 2024 7:03 pm
  • Updated:August 26, 2024 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখে হরি মারে কে! তেলেঙ্গানার এক মহিলা যেভাবে রেল দুর্ঘটনা থেকে রেহাই পেলেন, শরীরে আঁচরটুকু লাগল না, তা দেখে এই বহুশ্রুত বাংলা প্রবাদই মনে পড়বে। মহিলার শরীরের উপর দিয়ে চলে যায় একটি পণ্যবাহী ট্রেন। মালগাড়িটি তাঁকে ডিঙিয়ে যেতেই দেখা যায় অক্ষত মহিলা। দিব্য ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন! এই ‘অলৌকিক’ কাণ্ডের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ভিকারাবাদ জেলার নাভান্দগিতে। বান্ধবীর সঙ্গে রেললাইন পেরোচ্ছিলেন ওই মহিলা। এমন সময় ওই রেলট্র্যাকে একটি মালগাড়ি চলে আসে। ধীর গতিতে আসা পণ্যবাহী ট্রেনটিকে দু’জনের কেউই দেখতে পাননি। যদিও দেখা মাত্র বান্ধবী দ্রুত রেললাইন থেকে সরে যান। যা পেরে ওঠেননি ওই মহিলা। তিনি বুদ্ধি করে প্রাণ বাঁচাতে রেললাইনে শুয়ে পড়েন।

Advertisement

 

[আরও পড়ুন: ত্রিপুরার কালীমন্দিরে দুষ্কৃতী হামলা, পালটা ক্ষোভের আগুনে পুড়ে ছাই ডজন খানেক বাড়ি]

তিরিশ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইনে শুয়ে রয়েছেন মহিলা। তাঁর শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে একটি মালবাহী ট্রেন। যথাসম্ভব স্থির ভাবে রেল লাইনে শুয়ে ছিলেন তিনি। একবার মাথা তোলার চেষ্টা করেও নামিয়ে নেন। শেষ পর্যন্ত ট্রেনটি তাঁকে ডিঙিয়ে চলে যাওয়ার পর ধুলো ঝেরে উঠে দাঁড়ান মহিলা। উপস্থিতির বুদ্ধির জোরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঘরে ফেরেন তিনি।

 

[আরও পড়ুন: ‘ব্যক্তিগত অভিমত’, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের পাশে নেই BJP

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement