Advertisement
Advertisement

Breaking News

Guinness World Records

সুপারউওম্যান! ৬০ সেকেন্ডে অনন্য নজির গড়ে গিনেস বুকে নাম তুললেন এই মহিলা

তাঁর কীর্তি জানলে অবাক হবেন!

Woman spells 56 words backwards in 1 minute, sets Guinness World Record

ছবি সৌজন্যে: গিনেস বুক

Published by: Abhisek Rakshit
  • Posted:August 14, 2020 6:51 pm
  • Updated:August 15, 2020 11:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ READ. ‌উলটোদিক থেকে প্রত্যেকটি অক্ষর উচ্চারণ করে পড়লে হবে DAER. ‌অভ্যেস করতে পারলে হয়তো তাড়াতাড়ি পড়া সম্ভব। কিন্তুু প্রথমবার পড়তে গেলে কিছু সেকেন্ড সময় বেশি লাগবেই। অথচ মাত্র ৬০ সেকেন্ডে এরকমভাবে ৫৬টি শব্দ উলটোদিক থেকে বলতে পারবেন?‌ না, প্রায় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই এবার সম্ভব করে দেখালেন আমেরিকার মিনেসোটার হেস্টিংসের বাসিন্দা পাম ওন্নেন। শুধু তাই নয়, এই কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নামও উঠল তাঁর। ৬০ সেকেন্ডের মধ্যে ৫৬টি শব্দকে উলটোদিক থেকে উচ্চারণ করার পাশাপাশি একইভাবে বানানগুলোও উলটোদিক থেকে পরপর বলে গেলেন তিনি। এর আগে মিনিটে মাত্র ১৭টি শব্দ এভাবে বলতে পেরে রেকর্ড গড়েছিলেন এক ব্যক্তি।

[আরও পড়ুন: ভারচুয়াল শুনানির মধ্যেই হুক্কায় সুখটান প্রবীণ আইনজীবীর, ভাইরাল ভিডিও]

কিন্তু হঠাৎ করে কেন এরকম একটি রেকর্ড গড়তে গেলেন তিনি?‌ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌‘‌আসলে নিজের শহর হেস্টিংসের (Hastings) নাম গিনেস রেকর্ডসে দেখতে চেয়েছিলেন পাম। আর নিজের শহরের প্রতি তাঁর এই ভালবাসাই তাঁকে এই রেকর্ড গড়তে উৎসাহ জুগিয়েছে। পাম চেয়েছিলেন এর মাধ্যমে তাঁর ঐতিহাসিক শহর নতুন ইতিহাসও তৈরি করুক।’‌’‌

Advertisement

 

[আরও পড়ুন: বর কোভিড পজিটিভ, শুনেই পালালেন নিমন্ত্রিতরা, তবু পণ্ড হল না বিয়ে]

ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কীভাবে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে ৫৬টি শব্দকে উলটোদিক থেকে উচ্চারণ করার পাশাপাশি একইভাবে বানানগুলোও উলটোদিক থেকে পরপর বলে গেলেন পাম। যা দেখে নেটিজেনরাও অবাক। কী করে এমনটা করতে পারছেন তিনি?‌ প্রশ্ন নেটিজেনদের প্রত্যেকেরই। এই প্রসঙ্গে পামের বক্তব্য, ‘‌‘‌আমি এটা সবসময় করতাম। তাই হয়তো এত ভাল হয়েছে। এরপরই এই রেকর্ডের বিষয়টি মাথায় আসে। আর দেখুন এখন সেটি আমার দখলে!‌’‌’‌

দেখুন ভিডিও:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement