সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশের বাড়িতে থাকেন একা তরুণী। রাত্রিবেলা আচমকাই চিৎকার। প্রতিবেশী ভাবলেন হয়তো বড়সড় কোনও বিপদের সম্মুখীন হয়েছেন সেই তরুণী। তাঁকে বাঁচাতে খবর দিলেন পুলিশে। খবর পাওয়ামাত্র চলে আসে পুলিশও। তারপর যা ঘটল, তা দেখে হেসে খুন খোদ পুলিশকর্মীরাও (Police)। এত কাণ্ড ঘটে যাওয়ায় লজ্জিত সেই তরুণীও।
এবার নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে, পুলিশ কী করল। চলুন, এবার তা খোলসা করা যাক। ঘটনাটি স্কটল্যান্ডের (Scotland) লিভিংস্টোনের। একাকী বাড়িতে থাকেন হুলি হান্টার নামে ওই তরুণী। তিনি একদিন রাতে তাঁর বিছানার নীচে একটি মাকড়সা দেখতে পান। প্রথমে একটু ভারী বইয়ের সাহায্যে মাকড়সাটিকে ধরার চেষ্টা করেন। তবে তাতে ব্যর্থ হন ওই তরুণী।
পরিবর্তে মাকড়সাটি গোটা ঘরে ঘোরাফেরা করতে শুরু করে। ওই তরুণীও প্রাণপণে এঘর থেকে ওঘরে ছুটতে শুরু করেন। কারণ, মাকড়সায় (Spider) প্রচণ্ড ভীতি রয়েছে তাঁর। মাকড়সাটিকে তেড়ে আসতে দেখে প্রায় দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন ওই তরুণী। আতঙ্কে চিৎকার করতে থাকেন। আর তা শুনেই প্রতিবেশী ভেবে বসেন কোনও আততায়ী হয়তো সেই তরুণীর উপর হামলা চালাচ্ছে। তাই তড়িঘড়ি গোটা বিষয়টি পুলিশকে জানান তিনি।
খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে তরুণীর বাড়িতে পৌঁছে পুরো ঘটনাটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। মাকড়সার ভয়ে এই চিৎকার বলেই জানিয়ে দেন তরুণী। হেসে ফেলেন পুলিশকর্মীরা। আততায়ীকে হাতেনাতে পাকড়াও করতে পারেননি তো কী! পুলিশকর্মীরা মাকড়সাটিকে বাইরে ফেলে দেন। লজ্জায় পড়ে যান তরুণী। গোটা ঘটনাটি যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। নেটিজেনদেরও নজর কাড়ে বিষয়টি। এই ঘটনায় ‘মশা মারতে কামান দাগা’র কথা মনে পড়ে যাচ্ছে সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.