Advertisement
Advertisement
Ghost

ভূতের সঙ্গে প্রেম! সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই রেগে গিয়ে কী করল ‘অশরীরী প্রেমিক’?

প্রেমিক 'ভূতে'র মান ভাঙাতে কী প্ল্যান করলেন প্রেমিকা?

Woman says her 'ghost' lover is ghosting her after she went public about their relationship। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 29, 2021 4:38 pm
  • Updated:October 29, 2021 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় তিনি সংগীতশিল্পী। কিন্তু সম্প্রতি তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে সম্পূর্ণ ভিন্ন কারণে। ব্রিটিশ (UK) গায়িকা ব্রোকার্দে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি চুটিয়ে প্রেম করছেন এক অশরীরীর সঙ্গে। আর এবার তিনি জানিয়েছেন, ভূতের (Ghost) সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনার ফলে তাঁর সেই প্রেমিক নাকি বেজায় চটেছে তাঁর উপরে। আর রেগে গিয়ে সেই প্রেমিকই ভয় দেখাতে শুরু করেছে তার প্রেমিকাকে! এমন আজগুবি দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

আইটিভিতে এক সাক্ষাৎকারে ব্রোকার্দে জানিয়েছিলেন, তাঁর সেই প্রেমিকের নাম এডোয়ার্ডো। ‘মিরর’কে এবিষয়ে বলতে গিয়ে গায়িকা জানিয়েছেন, ”সত্য়িই মনে হচ্ছে আমি ভৌতিক হানার শিকার হয়েছি। আমাদের প্রেমের কথা প্রকাশ্যে আনার পর থেকেই এডোয়ার্ডো আমার উপরে রেগে গিয়েছে। ও এখন সম্পূর্ণ শীতল হয়ে গিয়েছে। এর আগে ওর উপস্থিতি আমি বুঝতে পারতাম উষ্ণ বাতাস বইতে শুরু করতেই। কিন্তু এখন ঠান্ডা বাতাস পাক খাওয়া শুরু হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: বাবার কফিনের সামনেই কেতাদুরস্ত পোশাকে ফটোশুট মেয়ের! নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়]

কেবল এইটুকুই নয়। ভর সন্ধেবেলায় বাথরুমের দরজায় বাষ্প দিয়ে ‘আমি চলে যাচ্ছি’ ধাঁচের লেখাও ফুটে উঠছে। গোটা বাড়ি জুড়ে রাগী এডোয়ার্ডোর ছমছমে উপস্থিতি। ব্রোকার্দের কথায়, ”ও যখন আমাকে স্পর্শ করছে মনে হচ্ছে হাড় পর্যন্ত বরফ হয়ে যাচ্ছে। আমি ওর রাগকে অনুভব করতে পারছি। এমনকী একবার ও রাগের চোটে আমাকে ধাক্কাও মেরেছে একবার।”

আপাতত হ্যালোউইনেই ভরসা রেখেছেন এডোয়ার্ডোর মানুষী প্রেমিকা। তাঁর মতে, হ্যালোউইন হল ভূতেদের ভ্যালেন্টাইস ডে। তাই আমি ওইদিন ওর জন্য একটা গান লিখে সুর দিয়ে গেয়ে শোনাব। ওর অভ্যর্থনায় জ্বালিয়ে রাখব শয়ে শয়ে মোমবাতি। শুনলেই মনে হতে বাধ্য, যেন কোনও সিনেমার দৃশ্য। কিন্তু ব্রিটিশ গায়িকার দাবি, সবই সত্যি। অবশ্য চিরকালই আষাঢ়ে গল্প যারা বলে তারা এমন দাবিই করে থাকে।

[আরও পড়ুন: বিক্রির আগে নর্দমার জলে ধোয়া হচ্ছে ধনেপাতা! ভিডিও ভাইরাল হতেই বিপাকে সবজি বিক্রেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement