Advertisement
Advertisement

Breaking News

অক্টোপাস

মুখে অক্টোপাস নিয়ে ছবি তোলার চেষ্টা, কামড় খেয়ে হাসপাতালে মার্কিন মহিলা

'আইডিয়াটা ভাল ছিল না', আক্ষেপ আক্রান্ত মহিলার।

Woman Poses With Octopus On Face, Ends Up In Hospital
Published by: Soumya Mukherjee
  • Posted:August 8, 2019 8:53 pm
  • Updated:August 8, 2019 8:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাইকে তাক লাগিয়ে দিতে মুখে অক্টোপাস নিয়ে ছবি তুলছিলেন। কিন্তু, সেটাই কাল হয়ে দাঁড়াল জেমি বিসেগ্লিয়া নামে এক মার্কিন মহিলার জীবনে। অক্টোপাসের কামড়ে গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে ভরতি তিনি। কয়েকদিন আগে ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটন শহরে।

[আরও পড়ুন: প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে নিয়ে প্ল্যাটফর্ম দিয়েই ছুটল অটো, ভাইরাল ভিডিও]

স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ওয়াশিংটনের টাকোমা ন্যারো ব্রিজের কাছে একটি মাছ ধরার প্রতিযোগিতা চলছিল। তাতে অংশগ্রহণ করেন ৪৫ বছরের জেমি। প্রতিযোগিতা চলার সময় কিছুটা দূরে কয়েকজন মৎস্যজীবীকে মাছ ধরতে দেখেন তিনি। কিছুক্ষণ বাদে দেখতে পান তাঁদের মাছধরার জালে একটি ছোট অক্টোপাস ধরা পড়েছে। সেটা দেখেই জেমি সিদ্ধান্ত নেন, অক্টোপাসটি মুখে নিয়ে একটা ছবি তুলবেন। সবাইকে তাক লাগিয়ে দেবেন। সেই মতো একগাল হাসি নিয়ে অক্টোপাসকে মুখে বসিয়ে ছবি তুলতে গিয়েছিলেন। কিন্তু, ছবি তোলার বদলে অক্টোপাসের কামড় খেয়ে হাসপাতালে ভরতি হতে হল ওই মার্কিন মহিলাকে।

Advertisement

জেমি জানান, একটি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। তাই অক্টোপাস মুখে নিয়ে ব্যতিক্রমী ছবি তুলে সবাইকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু, ছবি তোলার সময় সেটি তাঁকে দু’বার কামড়ে দেয়। সে অবস্থাতেই ছবির জন্য পোজ দিচ্ছিলেন তিনি। কিন্তু, এরপর হঠাৎ করেই অক্টোপাসের শুঁড় তাঁর চিবুকের মধ্যে ঢুকে যায়। নিমিষে যন্ত্রণায় চোখগুলি বড় বড় হয়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গেই পালা সাঙ্গ হয় ছবি তোলার। এরপর মুখের একপাশ দিয়ে আধঘণ্টা ধরে রক্তক্ষরণ হতে থাকে। কিন্তু, তারপরও হাসপাতালে যাননি ওই মার্কিন মহিলা। তবে দুদিন পর মুখের অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভরতি হতেই হয়।

[আরও পড়ুন: মালিকের সঙ্গে কুকুরকে স্নান করাচ্ছে দুটি শিম্পাঞ্জি, হাসির রোল নেটদুনিয়ায়]

পরে এপ্রসঙ্গে জেমি বলেন, ‘ওই ঘটনার পর থেকে ঠিক মতো খাবার খেতে পারছিলাম না। মুখের বাঁদিক, গলা ও পেশিগুলি ফুলে গিয়েছিল। বুঝতে পারছিলাম আমার মুখের বাঁদিকটি অবশ হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছি ওইভাবে ছবি তোলার আইডিয়াটা ভাল ছিল না। আর কোনওদিন এই ধরনের চেষ্টা করব না আমি।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement