ফাইল ছবি।
সংবাদ প্রতিদি ডিজিটাল ডেস্ক: জঙ্গলে যার হুঙ্কার বীরপুরুষদের রক্ত জল করে দেয়, সেই রয়্যাল বেঙ্গল খাঁচাবন্দি হলে দেখতে খানিক নিরীহই লাগে। তবে বন্য বাঘ এতটাও নিরীহ নয় যে চিড়িয়াখানার খাঁচার মধ্যে ঢুকে পড়া অনাহুত অতিথিকে খোঁচানোর অনুমতি দেবে। এবার সে দৃশ্যই দেখা গেল আমেরিকার নিউ জার্সির এক চিড়িয়াখানায়। রয়্যাল বেঙ্গলের খাঁচায় নেমে বাঘকে খোঁচানোর চেষ্টা করলেন এক মহিলা। নিতান্ত কপালজোরে বেঁচেও গেলেন তিনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহ সেই ঘটনার ভিডিও।
সিসি ক্যামেরার ফুটেছে দেখা গিয়েছে, মার্কিন চিড়িয়াখানায় বাঘের খাঁচার মধ্যে ঢুকে পড়েছেন এক মহিলা। এবং রয়্যাল বেঙ্গলের থেকে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে তাঁকে আঙুল দিয়ে খোঁচানোর চেষ্টা করছেন এক মহিলা। ৭ বছর বয়সি বাঘটির ওজন প্রায় ৫০০ পাউন্ড। মহিলার এমন কাণ্ড থেকে কিছুটা স্তম্ভিত হয়ে যায় খোদ ‘বাঘমামাও’। পালটা মহিলাকে ‘খুঁচিয়ে’ দিতে কিছুটা সময় নেয় সে। গর্জন করে আক্রমণের ভঙ্গিমা নিতেই টনক নড়ে মহিলার।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রীতিমতো বিদ্যুৎগতিতে খাঁচা বেয়ে উপরে উঠে পড়েন ওই মহিলা। বাঘ তেড়ে এলেও বরাত জোরে বেঁচে যান তিনি। এদিকে সাক্ষাৎ মৃত্যুদূতের সামনে দাঁড়িয়ে মহিলার এমন কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে যান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পুলিশে খবর দেওয়া হয় তাঁদের তরফে। স্থানীয় ব্রিজটন থানার তরফে জানানো হয়েছে, ওই মহিলার খোঁজ শুরু করেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সোশাল মিডিয়াতেও সাহায্য চেয়েছে পুলিশ।
অবশ্য এই ধরনের ঘটনা এই প্রথমবার নয়। এর আগে ভারতেও দেখা গিয়েছিল একই ছবি। ১৯৯৬ সালে আলিপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার ‘শিবা’র খাঁচায় মালা পরাতে ঢুকে পড়েছিলেন দুই মত্ত যুবক। অবশ্য প্রাণ নিয়ে ফিরতে পারেনি তাঁরা। তার বছর কয়েক পর আলিপুরেই বব নামে আর এক বাঘের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছিল আরও এক যুবক। এবার সেই ঘটনা ঘটল নিউ জার্সির কোহানজিক চিড়িয়াখানায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.