Advertisement
Advertisement
Prayagraj

প্ল্যাটফর্মেই ফুটফুটে সন্তান প্রসব মহিলার, সৌজন্যে ‘মেরি সহেলি’

বিপদে সত্যিকারের বন্ধুকেই পাশে পেলেন দম্পতি।

Woman delivers baby on platform in Prayagraj | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 7, 2022 4:47 pm
  • Updated:May 7, 2022 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে থাকাকালীনই প্রচণ্ড প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছিলেন যুবতী। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আর অবস্থা ছিল না। শেষমেশ প্ল্যাটফর্মেই ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দিলেন বছর পঁচিশের রিজওয়ানা বেগম। সৌজন্যে ‘অপারেশন মেরি সহেলি।’

ঘটনা গত ৪ মে’র। জানা গিয়েছে, গঙ্গা এক্সপ্রেসের স্লিপার কোচের যাত্রী ছিলেন অন্তঃসত্ত্বা রিজওয়ানা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ওয়াসিম আনসারি। প্রয়াগরাজ স্টেশনের কাছাকাছি ট্রেন পৌঁছতেই প্রসব যন্ত্রণা শুরু হয় রিজওয়ানার। স্ত্রীর এমন অবস্থা দেখে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন ওয়াসিম। নিজেকে সামলে নিয়ে সঙ্গে সঙ্গে খবর দেন সেই সময় কর্মরত আরপিএফ কনস্টেবল মাখন লালকে। তিনি আবার বিষয়টি জানান সাব-ইন্সপেক্টর ওমবীর সিংকে।

Advertisement

[আরও পড়ুন: ‘গ্রেট ইন্ডিয়ান লুট’, রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মমতা]

এরপর দ্রুত ট্রেনের কোচ থেকে রিজওয়ানাকে নামিয়ে আনা হয় প্রয়াগরাজ প্ল্যাটফর্মে। খবর দেওয়া হয় মহিলা কনস্টেবল প্রেম কুমারী ও গীতা দেবীকে। তাঁরা ‘অপারেশন মেরি সহেলি’রও অংশ। এই দলই মহিলা যাত্রীদের যে কোনও প্রকার সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ২০২০ সালের অক্টোবরে নিজেদের যাত্রা শুরু করেছিল ‘মেরি সহেলি’। মহিলাদের এমন একটি টিম থাকা যে কতখানি উপকারী, তা আরও একবার হাতে-নাতে প্রমাণ পেলেন রিজওয়ানা এবং তাঁর স্বামী।

স্টেশনেই সন্তান প্রসবের ব্যবস্থা করে ফেলেন ‘মেরি সহেলি’র সদস্যারা। তাঁদের হাত ধরেই কন্যা সন্তানের জন্ম দেন রিজওয়ানা। এরপর ডা. শালিনী সিং স্টেশনে পৌঁছে মা ও সন্তানের প্রাথমিক চেক-আপ করে তাঁদের হাসপাতালে ভরতির পরামর্শ দেন। রেল, আরপিএফ এবং মেরি সহেলির সদস্যাদের কী বলে ধন্যবাদ জ্ঞাপন করবেন, যেন ভাষা খুঁজে পাচ্ছেন না ওই দম্পতি। অন্তঃসত্ত্বা স্ত্রী যখন চোখের সামনে কষ্টে কাতর হয়ে পড়েছিলেন, তখনই সত্যিকারের বন্ধুর মতোই ওয়াসিমের পাশে দাঁড়ায় ‘মেরি সহেলি’।

[আরও পড়ুন: ২৫ ফুট উঁচু ল্যাম্পপোস্টের মাথায় যুবক, উদ্ধারের চেষ্টা দেখেই ঝাঁপ! এলাকায় শোরগোল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement