Advertisement
Advertisement
Kolkata Metro

অনুপ্রেরণা দিল্লি! এবার কলকাতা মেট্রোয় উদ্দাম নাচ তরুণীর, রিল রোগের দাওয়াই খুঁজছেন নেটিজেনরা

ভরা মেট্রোয় হঠাৎ তরুণীর এমন উদ্ভট নাচ দেখে অস্বস্তিতে যাত্রীরা। ভাইরাল ভিডিও।

Woman dances to Aaj Ki Raat in Kolkata Metro, gets trolled after video goes viral
Published by: Amit Kumar Das
  • Posted:September 29, 2024 5:20 pm
  • Updated:September 29, 2024 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান চলছে, ‘আজ কি রাত মজা হুসনকা…’। সেই গানের তালে ভরা মেট্রোয় উদ্দাম অশ্লীল নাচ করছেন এক তরুণী। পাশে বসে রীতিমতো অস্বস্তিতে নিত্যযাত্রীরা। যে অসুখ এতদিন দিল্লি মেট্রোকে নাজেহাল করে ছেড়েছে সেটাই এবার হানা দিল কলকাতা মেট্রোয়! ঘটনায় ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা। অবিলম্বে এই রিল রোগের কড়া দাওয়াইয়ের দাবি তুলেছেন তারা।

জানা যাচ্ছে, এই ভিডিও কলকাতা মেট্রোর। তবে কবে ভিডিওটি রেকর্ড করা হয়েছিল তা জানা যায়নি। যাঁকে নাচতে দেখা যাচ্ছে তিনি সহেলী রুদ্র। ইন্সটাগ্রামে এই ভিডিও নিজেই শেয়ার করেছেন সহেলী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘জনগণের চাহিদা’। ভিডিওতে দেখা যাচ্ছে শতছিন্ন পোশাকে মেট্রোর মহিলা আসনের সামনে নাচ করছেন তিনি। সঙ্গে গান চলছে, ‘আজ কি রাত মজা হুসনকা..’। মেট্রোর মধ্যে অবাঞ্ছিত এই দৃশ্য দেখে রীতিমতো অস্বস্তিবোধ করতে দেখা যাচ্ছে নিত্যযাত্রীদের।

Advertisement

তরুণীর এহেন কাণ্ড প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘সাধারণ মানুষকে অস্বস্তিতে না ফেলে নিজের বাড়িতে তো এটা করতে পারতেন।’ কেউ আবার লিখেছেন, ‘এটা জনগণের চাহিদা নয়। জনগণের সময়ের দাম রয়েছে।’ কেউ আবার লিখেছেন, ‘নাচ ভালোই করেছেন, এবার এই কাজের জন্য আইনের যাঁতাকলে পড়ার জন্য প্রস্তুত হন।’ একাধিক নেটিজেনের দাবি, ‘ভিড় মেট্রোয় সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলে এই ধরনের রিলপ্রেমীদের দাপট দ্রুত ছড়াচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ এদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নিন।’

অবশ্য সহেলী রুদ্র নামের এই তরুণীর এহেন কাণ্ড এই প্রথমবার নয়, এর আগে কলকাতা বিমানবন্দরে অশ্লীল নাচের রিল বানানোর জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। কলকাতা বিমানবন্দরে হঠাৎ ওই তরুণী মোবাইলে তীব্র স্বরে গান চালিয়ে উদ্দাম নৃত্য শুরু করেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় যাত্রীদের। মেট্রো, বিমানবন্দরের পাশাপাশি লোকাল ট্রেনেও তরুণীর এমন একাধিক ভিডিও রয়েছে।

উল্লেখ্য, সস্তায় জনপ্রিয়তার নেশায় রিলমুখী যুবসমাজ। সাম্প্রতিক সময়ে এহেন রিলপ্রেমীদের দাপটে সবচেয়ে বেশি ভুগতে দেখা গিয়েছে দিল্লি মেট্রোকে। নিত্যযাত্রীদের অস্বস্তিতে ফেলে মেট্রোয় এমন কাণ্ডে বারবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। যদিও পরিস্থিতিতে কোনও বদল আসেনি। এবার দিল্লি মেট্রো ছাড়িয়ে সেও রিল অসুখ দেখা গেল কলকাতা মেট্রোতেও। অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement