Advertisement
Advertisement

Breaking News

Elephant

‘বিচার চাইতে’ উত্তরাখণ্ডের আদালতে গজরাজ! নেটপাড়ায় ভাইরাল ভিডিও

জঙ্গলের হাতি আদালত চত্বরে কীভাবে এল?

Wild Elephant Enters Compound of Uttarakhand Court | Sangbad Pratidin

আদালতের মূল ভবনে ঢোকার চেষ্টা করে হাতিটি। ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:December 28, 2023 2:12 pm
  • Updated:December 28, 2023 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত পশুদের নিজস্ব সমাজ রয়েছে। সেই কারণেই গায়ে মানুষের গন্ধ থাকা কুনকো হাতিকে জঙ্গলের সমাজে ফিরিয়ে নেয় না বুনো হাতির পাল। তাই বলে তাদের পুলিশ-আইন-আদালত রয়েছে, এমনটা দাবি করবে না কেউ। সেই কারণেই হয়তো উত্তরাখণ্ডের (Uttarakhand) আদালতে ‘বিচার চাইতে’ এসেছিল বুনো হাতি (Elephant) ! ভাইরাল হয়েছে সেই ভিডিও। কীভাবে আদালত চত্বরে এসে পড়ল জঙ্গলের হাতিটি?

হরিদ্বারের রোশানাবাদ এলাকায় রয়েছে জেলা দায়রা আদালত। বুধবার আদালতে চত্বরে দেখা যায় বিশালদেহী একটি হাতিতে। মূল ভবনের গেটের কাছে দাঁড়িয়ে ক্রমাগত শুর দোলাচ্ছিল গজরাজ। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটি আদালতের গেটের একাংশ ভেঙে ফেলে। এমনকী গজরাজের হামলায় ক্ষতি হয়েছে কোর্টের পাঁচিলেরও। ঘটনার সময় যাঁরা উপস্থিত ছিলেন, প্রত্যকেই প্রাণ ভয়ে নিরাপদ দুরত্বে সরে পড়েন।

Advertisement

 

[আরও পড়ুন: মোদির আগেই অযোধ্যায় যোগী, খতিয়ে দেখছেন মন্দির উদ্বোধনের প্রস্তুতি]

জানা গিয়েছে, পার্শ্ববর্তী রাজাজি টাইগার রিজার্ভ অভয়ারণ্য থেকেই এসেছিল পূর্ণ বয়স্ক ওই হাতিটি। এর পরই আদালতের চত্বরে ঢুকে মূল ভবনের গেট এবং পাঁচিলের একাংশ ভেঙে দেয় সে। তড়িঘড়ি বন দপ্তরে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরে এসে শূন্য গুলি ছুড়ি হাতিটিকে বনের দিকে তাড়িয়ে নিয়ে যান। স্বস্তির নিশ্বাস ফেলেন আদালতের কর্মী থেকে বিচার চাইতে আসা আমজনতা। ভাইরাল ভিডিও দেখে রসিক জনতা প্রশ্ন তুলছে, হাতিটিও কি ‘বিচার চাইতে’ই এসেছিল। নচেত আদাতের ভিতরে ঢোকার চেষ্টা করছিল কেন?

 

[আরও পড়ুন: রামমন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি! আমন্ত্রণ না পেয়ে তোপ পওয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement