Advertisement
Advertisement

Breaking News

Snake

খবর দিলেও উদ্ধার করেনি পুরসভা, ‘বদলা’ নিতে দপ্তরে ঢুকে সাপ ছেড়ে দিলেন যুবক

ভাইরাল ভয় ধরানো ভিডিও।

Why this Man Catches Snake and Releases It In Hyderabad Civic Body Office | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 27, 2023 12:29 pm
  • Updated:July 27, 2023 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার মরসুমে সাপখোপ, পোকামাকড়ের উপদ্রব বেড়েছে হায়দরাবাদ-সহ গোটা তেলেঙ্গানায় (Telangana)। তার জেরে সাপ (Snake) ঢুকেছিল হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা এক যুবকের বাড়িতে। দ্রুত পুরনগিমে ফোন করে সাপ উদ্ধারের কথা বলে পরিবার। অভিযোগ, ব্যবস্থা নেয়নি পুরনিগম। এর পরেই নাটকীয় ঘটনা সামনে আসে। নিজেই সাপ ধরে যুবক সোজ চলে যান স্থানীয় পুরনগিমের দপ্তরে। এক আধিকারিকের ঘরে ঢুকে কিছু বোঝার আগেই সাফ ছেড়ে দেন তিনি। আতঙ্কে হুলুস্থুল শুরু হয় ওই দপ্তরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

গত কিছুদিনের বৃষ্টিতে হায়দরাবাদের একাধিক এলাকা জলমগ্ন। তেমনই এক ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক। বুধবার সাপ ঢুকে পড়েছিল তাঁর বাড়িতে। অভিযোগ, সাপ দেখে আতঙ্কিত হয়ে পুরনিগমে ফোন করা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এর পরেই রাগের মাথায় সাপ ধরে পুরনিগমের দপ্তরে হাজির যুবক। আচমকা এক আধিকারিকের ঘরে ঢুকে সাপ ছেড়ে দেন তিনি। বিক্রম গৌড় নামের এক ব্যক্তি চাঞ্চল্যকর ওই ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেছেন।

Advertisement

[আরও পড়ুন: বিফলে যাবে বিরোধীদের ঐক্য? দিল্লি অর্ডিন্যান্স পাশ করাতে মোদির পাশে জগন]

ভিডিওটিতে দেখা গিয়েছে, আধিকারিকের টেবিলে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। অন্য কর্মীরা ভয়ে চেঁচামেচি শুরু করেছেন। ওইভাবে সাপ ছেড়ে দেওয়ায় যুবককে তিরস্কার করা হচ্ছে। এর পর দ্রুত আধিকারিকের ঘর থেকে সাপ উদ্ধার করা হয়। যার পর সকলে স্বস্তি পান।

[আরও পড়ুন: এবার ভোপাল-দিল্লি রুটের বন্দে ভারতে পাথর, ভাঙল জানলার কাচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement