সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবিষ্যদ্বাণী বললেই তাঁর কথাই যেন সবচেয়ে আগে মনে পড়ে। তিনি ফরাসি দার্শনিক নস্ত্রাদামুস। প্রায় ৪৫০ বছর আগে তিনি যা যা বলে গিয়েছিলেন তার বহু কিছুই মিলে গিয়েছে। হিটলারের উত্থান থেকে ৯/১১ বহু কিছুই সাড়ে চার শতক দূরে বসেই নাকি বলে গিয়েছিলেন নস্ত্রাদামুস। ১৫৫৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর বই ‘লেস প্রফেটিস’। তাতেই ছিল এই সব ভবিষ্যদ্বাণী। ২০২৫ সাল কেমন যাবে সেকথাও বলে গিয়েছিলেন তিনি। যেমন, প্লেগের প্রকোপ থেকে গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ।
প্লেগ ও যুদ্ধ
নস্ত্রাদামুস দাবি করেছেন, আগামী বছরে ফের ব্রিটেনে ভয়াল চেহারা নেবে প্লেগের মতো অসুখ। এপ্রসঙ্গে বলে দেওয়া যায়, কোভিড-১৯-এর কথা কিন্তু ২০১৯ সালের জন্য বলে গিয়েছেন তিনি। এমনই দাবি।
গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ
নস্ত্রাাদমুস জানিয়ে গিয়েছে, আগামী বছরে পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণুর সংঘর্ষ হবে অথবা প্রায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। তিনি লিখেছেন, ‘অন্তরীক্ষ থেকে একটি আগুনের গোলার উদয় হবে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি
নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন রুশ-ইউক্রেন যুদ্ধের পরিণতি নিয়েও। তাঁর দাবি ছিল, ২০২৫ সালে অবশেষে শেষ হবে গত কয়েক বছর ধরে চলতে থাকা এই সংঘর্ষ। মূলত অস্ত্রশস্ত্র ও অর্থের অভাবেই শেষপর্যন্ত যুদ্ধ থামাবেন তাঁরা।
ফ্রান্স ও তুরস্কের যুদ্ধ
আগামী বছরে যুদ্ধে অবতীর্ণ হবে দুই দেশ- ফ্রান্স ও তুরস্ক। গোটা পৃথিবী জুড়েই এই মুহূর্তে রয়েছে নানা সংঘর্ষের ছায়া। বিশেষত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন এক যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন নস্ত্রাদামুস।
বিপর্যয়ের মুখোমুখি হবে ব্রাজিল
নস্ত্রাদামুস দুঃসংবাদ দিয়েছেন ব্রাজিলের জন্যও। জানিয়েছেন, ২০২৫ সালে প্রবল অগ্ন্যুৎপাত ও বন্যার কবলে পড়বে দেশটি। জলবায়ু পরিবর্তনের জেরেই এই বিপর্যয় হবে বলে দাবি তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.