সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোষ্য বিড়ালকে (Cat) লাথি মেরে যে এমন বেকায়দায় পড়তে হবে তা কি আদৌ ভাবতে পেরেছিলেন ফুটবল তারকা কুর্ত জুমা? ওয়েস্ট হ্যামের তারকা ফুটবলারকে এজন্য গুনতে হচ্ছে বিরাট অঙ্কের জরিমানা। পড়তে হয়ে আরও নানা সমস্যায়। পশুপাখিদের প্রতি নির্দয়তা নিয়ে সারা পৃথিবীতেই সরব পশুপ্রেমীরা। এই নিয়ে বারবার প্রচার করে চলেছেন তাঁরা। তবুও যে সকলের তাতে হেলদোল নেই, তা ফের পরিষ্কার হয়ে গিয়েছে জুমার কীর্তিতে।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। গত মঙ্গলবার নিজের টুইটারে ভিডিওটি শেয়ার করেছিলেন জুমা। সেখানে দেখা গিয়েছে বিড়ালটিকে সটান লাথি মেরে দূরে পাঠিয়ে দিচ্ছেন তিনি। পরে পোষ্যের দিকে কিছু একটা ছুঁড়ে মারতে ও সেটিকে তাড়া করতেও দেখা গিয়েছে তাঁকে। এখানেই শেষ নয়। একবার বিড়ালটির মুখেও চড় মারেন তিনি। ছোট্ট ভিডিওয় তাঁকে এমনই নানা কাজ করতে দেখা গিয়েছে। যা দেখে নিন্দার ঝড় ওঠে নেট ভুবনে। আর তার জেরেই ফ্রান্সের (France) আন্তর্জাতিক ফুটবলারকে পড়তে হল নিজের ক্লাব ওয়েস্ট হ্যামের বড়সড় জরিমানার মুখে।
As a cat owner, Kurt Zouma’s abuse of his pet has made me feel physically sick tonight.
How could someone treat their animal like this for sport and cheap laughs?
He must never own a cat again. pic.twitter.com/tV905qI6pR— Dan Wootton (@danwootton) February 7, 2022
কত টাকার জরিমানা দিতে হল তারকা ফুটবলারকে? আড়াই লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১ কোটি ৮৮ লক্ষ টাকারও বেশি! কেবল জরিমানাই নয়, ২৭ বছরের ফুটবলারের পাশ থেকে সরে দাঁড়িয়েছে তাঁর স্পনসর সংস্থা অ্যাডিডাস। তবে ক্লাব তাঁকে জরিমানা করলেও মাঠে নামা থেকে আটকাতে চায়নি। এদিকে ইতিমধ্যেই ইংল্যান্ডের প্রাণী অধিকার রক্ষা সংগঠন RSPCA একটি পিটিশন ইতিমধ্যেই জারি করেছে। যে পিটিশনে সই করেছেন অন্তত দেড় লক্ষ মানুষ। পরে জানা গিয়েছে, একটি নয়, দু’টি বিড়াল রয়েছে জুমার কাছে।
অবস্থা বেগতিক দেখে ক্ষমাও চেয়েছেন তারকা ফুটবলার। তিনি বলেন, ‘‘আমি আমার কাজের জন্য ক্ষমাপ্রার্থী। আমার আচরণের কোনও অজুহাত হয় না সত্যিই। আমি একান্তই অনুতপ্ত।’’ তবে তিনি এও জানিয়েছেন, ওই দু’টি বিড়ালের এতে কোনও ক্ষতি হয়নি। তারা সম্পূর্ণ সুস্থই আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.