সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ দীপাবলি। শক্তির আরাধনায় মেতেছে বাংলা। যতদূর চোখ যায় শুধু আলো আর আলো। এইদিনেই নেপালের ‘কুকুর তিহার’ উৎসবে মাতলেন শিলিগুড়ির পশুপ্রেমীরা। বিদ্যুতের গতিতে সোশাল মিডিয়ায় ভাইরাল সেই মিষ্টি ভিডিও।
কুকুর যে প্রভুভক্ত তা বলার অপেক্ষা রাখে না। তাদের সম্মান জানাতেই নেপালের আদিবাসী সম্প্রদায় বহু বছর ধরে আয়োজন করেন কুকুর তিহারের। সারমেয়দের মালা, তিলক পরিয়ে সম্মান জানানো হয়। মূলত দীপাবলির দিনেই উদযাপিত হত এই কুকুর তিহার। বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিনে শিলিগুড়িতেও অনুষ্ঠিত হল এই উৎসব। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চারপেয়েকে কেন্দ্র করে উদযাপিত হচ্ছে কুকুর তিহার। তাকে পরানো হচ্ছে মালা, তিলক। জানা গিয়েছে, পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।
In West Bengal, people celebrated ‘Kukur Tihar’ at a stray dog rescue center in Siliguri, honoring dogs as part of the festivities. The event included rituals and offerings, reflecting the community’s appreciation for these animals, which are celebrated for their loyalty and…
— National Women’s Unity Organization (@rastriyemahila1) October 31, 2024
উল্লেখ্য, কালীপুজো মানে আলোর পাশাপাশি বাজিও। শব্দবাজির বাড়বাড়ন্তে পথে থাকা প্রাণীদের প্রবল সমস্যায় পড়তে হয়। তবে শুধু যে বাজির শব্দে সমস্যা তা নয়, অনেকেই নিছক মজা করতে কুকুরের লেজে বেঁধে দেন বাজি। যা অনেকক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে ওঠে। এসবের মাঝে পোষ্যদের সম্মান জানাতে এই কুকুর তিহার পালন এক অন্যরকম ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.