Advertisement
Advertisement

Breaking News

Wedding

‘দয়া করে আসবেন না’, বার্তা নিমন্ত্রিতদের, নেটদুনিয়ায় ভাইরাল আজব বিয়ের কার্ড

এমন বার্তা কেন দেওয়া হল?

Viral Wedding Card Tells Guests To Stay Home After Bizarre Printing Error | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 18, 2023 6:57 pm
  • Updated:April 18, 2023 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাগ্গি-গন্ডার বাজারেও হইহই করে বিয়ে উদযাপনই ভারতীয় সংস্কৃতি। জীবনের যাবতীয় সঞ্চয় ভেঙেও ছেলে মেয়ের বিয়ে, সন্তানের অন্নপ্রাশনে লোক খাইয়ে থাকে মানুষ। আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানানো হয় আত্মীয়স্বজনকে। আমন্ত্রণের জন্য তৈরি করা হয় সুদৃশ্য কার্ড। তেমনই এক কার্ড সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নেপথ্যে ভুল বার্তা। আমন্ত্রণের বদলে ওই কার্ডে বলা হয়েছে, দয়া করে অনুষ্ঠানের দিন আসবেন না। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। কীভাবে এমনটা সম্ভব?

সমুদ্র-সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর বেগুনি রঙে লেখা আমন্ত্রণ বার্তা। সঙ্গে রয়েছে একাধিক বিয়ের মোটিফ। কার্ডে হিন্দি ভাষায় লেখা হয়েছে, “ভেজ রাহা হুঁ স্নেহ, নিমন্ত্রণ প্রিয়বর তুঝে বুলানে কো। হে মানস কে রাজহংস তুম ভুল জানা আনে কো।” বাংলা করলে দাঁড়ায়- “আমি এই আমন্ত্রণপত্র ভালবাসার সঙ্গে পাঠাচ্ছি। দয়া করে বিয়েতে আসার ব্যাপারটা ভুলে যাবেন।” অনুষ্ঠানে আসতে বলার বদলে অনুপস্থিত থাকার বার্তা দেওয়া আশ্চর্য বিয়ের কার্ডই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: ‘আজ বিলকিসের সঙ্গে হয়েছে, কাল আরেকজনের সঙ্গে হবে’, ফের গুজরাটকে তোপ সুপ্রিম কোর্টের]

আসলে ‘ছাপাখানার ভূতে’র কাণ্ড। অর্থাৎ ছাপার ভুল। খেয়াল করলেই বোঝা যাবে যে “তুম ভুল জানা আনে কো।” এই বাক্যে “না” শব্দটি কোনওভাবে বাদ পড়েছে। তাতেই বিভ্রাট। বদলে যায় আমন্ত্রণপত্রের বার্তা। সবচেয়ে বড় কথা, ভুল আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছিল বেশ কিছু মানুষের কাছে। ফলে নিমন্ত্রিতদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। একজন আমন্ত্রিত কার্ডটি ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে লেখেন, “বিয়ের বাড়ির কার্ড পেয়েছি। বুঝতে পারছি না, যাব কি যাব না।” ভাইরাল হয়েছে এই পোস্ট। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে বিয়ে বাড়িটি কোথাকার তা জানা যায়নি।

[আরও পড়ুন: গুজরাটে জীবন কাণ্ডের ছায়া! প্রমাণে লোপাটে নদীতে মোবাইল, ডুবুরি নামিয়ে উদ্ধার করল CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement