Advertisement
Advertisement
Viral Video

লাইভ সম্প্রচারের মাঝেই কিশোরকে সপাটে চড়, নেটদুনিয়ায় ভাইরাল পাক সাংবাদিকের কাণ্ড

কেন চড়? সাফাই দিলেন মহিলা সাংবাদিক।

Viral Video of Pak Journalist Slaps Boy During Live Broadcast | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 12, 2022 8:35 pm
  • Updated:July 12, 2022 10:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার চলছিল। এক মহিলা সাংবাদিক লাইভ সংবাদ পরিবেশন করছিলেন। সাংবাদিককে ঘিরে জনতার ভিড়। ওই ভিড়ে দাঁড়ানো এক কিশোরকে আচমকা সপাটে চড় মারলেন পাকিস্তানের (Pakistan) ওই মহিলা সাংবাদিক। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বভাবতই প্রশ্ন উঠছে, ওই কিশোরকে আচমকা চড় মারলেন কেন সাংবাদিক?

জানা গিয়েছে, ভিডিওটি শুট করা হয় গত ৯ জুলাই ইদের দিনে। ইদ সংক্রান্ত খবরই পরিবেশন করছিলেন ওই পাক মহিলা সাংবাদিক। ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা সাংবাদিককে ঘিরে কৌতূহলী জনতার ভিড়। সাংবাদিক ক্যামেরায় সরাসরি সংবাদ পরিবেশন করছেন। আচমকাই এক কিশোর ক্যামেরার সামনে হাত নেড়ে কিছু বলে দূরে দাঁড়ানো কাউকে। এরপরেই মেজাজ হারিয়ে সপাটে চড় মারেন সাংবাদিক। নেটিজেনদের একাংশের বক্তব্য, কিশোর নিশ্চয়ই কোনও খারপ ভাষা প্রয়োগ করেছিল। সেকারণেই মেজাজ হারান সাংবাদিক। এবং চড় মারেন। যদিও প্রকৃত কারণ শুরুতে জানা যায়নি। যিনি প্রথমবার পাকিস্তানি মহিলা সাংবাদিকের ভিডিওটি টুইট করেন, তাঁকে সকলেই প্রশ্ন করেন, কেন চড় মারল সাংবাদিক? তিনি এই বিষয়ে আলোকপাত করতে পারেননি।

Advertisement

[আরও পড়ুন: ডেডলাইনের চাপ! স্কুটি চালাতে চালতেই ল্যাপটপে কাজ, যুবকের কীর্তি ভাইরাল]

কিশোরকে চড় মারা নিয়ে নেটিজেনরা দু’রকম মতামত দেন। একদল সাংবাদিকের পাশে দাঁড়ালেও, আরেক দল এমন ব্যবহারের নিন্দা করেন। এক ব্যক্তির মন্তব্য, “কারও সন্তানকে এভাবে চড় মারা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” যদিও আরেক নেটিজেনের বক্তব্য, “ক্যামেরার পাশে দাঁড়িয়ে কিশোরটি অস্বস্তিকর ব্যবহার করছিল। সেই কারণেই সমস্যা হয়। ” পরে আসরে নামেন সোশ্যাল মিডিয়ায় যাঁকে ঘিরে সমর্থন ও অসমর্থনের ঢেউ, সেই মহিলা সাংবাদিক মাইরা হাসমি।

[আরও পড়ুন: ১৫ দিন অন্তর শপিং, রবিবারে রান্না! বিয়ের আগে বরের সঙ্গে চুক্তি করলেন কনে]

মাইরার সাফাই, “লাইফ সম্প্রচারের মধ্যেই ভিড়ে দাঁড়ানো একটি পরিবারের সঙ্গে গুন্ডার মতো আচরণ করছিল ওই কিশোরটি। যে বিষয়টি পছন্দ হয়নি আমার। সেই কারণেই চড় মেরে ফেলি।” যদিও জনপ্রিয় সাংবাদিকের সাফাইয়ে সন্তুষ্ট নন নেটিজেন একাংশ। মাঝখান থেকে বিতর্কিত ভিডিওটি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement