সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নতুন উপায়ে প্রতারণার জাল ছড়িয়েছে প্রতারকরা। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খুঁইয়েছেন অনেকেই। এরইমাঝে দেখা গেল ভিন্ন ছবি। এবার প্রতারককে চাপে ফেলে দিলেন এক যুবক। পুলিশের উর্দি পরে এক প্রতারক ফোন করতেই নিজের পোষ্যকে ভিডিও কলের সামনে তুলে ধরেন যুবক। তারপরই ভিডিও কল কেটে দেয় অভিযুক্ত। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশেরকর্তা বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি ভিডিও কল করেন এক যুবককে। ফোন রিসিভ করতেই ‘প্রতারক’ ব্যক্তি যুবককে ক্যামেরার সামনে আসতে বলেন। এরপরই ক্যামেরার সামনে নিজের পোষ্যকে তুলে ধরেন যুবক। এই কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় নিজেকে পুলিশ বলে দাবি করা ওই ব্যক্তি। কিছুটা সামলে নিয়ে যুবককে ক্যামেরার সামনে আসতে বলেন তিনি। যুবক পালটা দিয়ে বলেন, “এটাই তাঁর মুখ।” এরপরই ক্যামেরা বন্ধ করে দেন অভিযুক্ত ব্যক্তি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই যুবকের উপস্থিত বুদ্ধিকে বাহবা দিচ্ছেন সবাই।
View this post on Instagram
সাম্প্রতিক সময়ে ডিজিটাল অ্যারেস্ট নামের এই প্রতারণা চক্র মাথাব্যথার কারণ হয়ে উঠেছে প্রশাসনের। যেখানে ভিডিও কলে নিজেকে পুলিশ বা সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক বলে দাবি করে প্রতারক। এরপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করা হয়। বিপুল টাকার বিনিময়ে রেহাই দেয় অভিযুক্ত। লাগাতার এমন ঘটনা প্রকাশ্যে আসার পর খোদ প্রধানমন্ত্রী এই বিষয়ে নাগরিকদের সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন। প্রশাসনের তরফে চলছে সচেতনতা প্রচার। এবার তারই ফল মিলল হাতেনাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.