Advertisement
Advertisement

Breaking News

Kerala

নিজের বিয়েতে ‘চেন্ডা’ বাজিয়ে আসর মাত কনের, সঙ্গী বাবা, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

নাচগানে যোগ দেন তরুণীর বরও।

Viral Video of Kerala bride enthusiastically plays chenda at her wedding | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 28, 2022 7:21 pm
  • Updated:December 28, 2022 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুপি সারে বদল আসে সমাজে। ঘোমটার অন্ধকার কাটে! সঠিক শিক্ষায় বাবা-মা এগিয়ে দেন কন্যাসন্তানকে। সেই কারণেই এমন দৃশ্য সম্ভব হল। সম্প্রতি যা দেখা গেল কেরলে (Kerala), একটি বিয়ে বাড়িতে। নিজের বিয়েতে ‘চেন্ডা’ (Chenda) বাজালেন কনে। চেন্ডা দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যশালী তালবাদ্য। ছোট চেহারার বাংলা ঢাকের মতো, ড্রামস বলা যায়। পরনে লাল শাড়ি, খোঁপায় ফুলের মালা, গা ভরতি সোনার গয়নায় সেজে তুমুল আনন্দে সেই চেন্ডা বাজালেন তরুণী। সঙ্গ দিলেন বরও। নেপথ্যে যিনি, তিনি কনের বাবা। পেশাদার চেন্ডা বাদক। ভাইরাল ভিডিওতে তাঁকেও দেখা গিয়েছে। নেটিজেনরা মুগ্ধ হয়েছেন তরুণীর দুর্দান্ত বাজনায়।

টুইটারে ভাইরাল হয়েছে ভিডিওটি। ঘটনাস্থল কেরলের গুরুবায়ু মন্দির। সেখানেই বিয়ে হয় তরুণীর। জানা গিয়েছে, তাঁর বাবা একজন পরিচিত চেন্ডা শিল্পী। বাবার কাছেই তালিম নেন মেয়ে। বিয়ের আনন্দ উপভোগ করলেন পারিবারিক শিল্পের সঙ্গে। সকলেই বলছেন, এই না হলে বাবার মেয়ে! সবেচেয়ে বড় কথা, বাজনদার দলের সঙ্গে এক তালে চেন্ডা বাজাতে দেখা যায় তরুণীকে। নিখুঁত সেই বাজনা। মুগ্ধ না হয়ে উপায় থাকে না।

Advertisement

[আরও পড়ুন: মুসলিম শিক্ষিকার মঙ্গলকামনায় হুইলচেয়ারে ৩০০ কিমি পাড়ি, শবরীমালায় পুজো দেবেন যুবক]

ভাইরাল ভিডিওতে পরে তরুণীর বরকেও দেখা গিয়েছে। তিনি অন্য একটি বাদ্যযন্ত্র নিয়ে সঙ্গত দেন তরুণী ও বাদ্যযন্ত্রের দলটিকে। ভিডিওর শেষের দিকে নাচ-গানে ভরা আনন্দে যোগ দেন তরুণীর বাবা। সব মিলিয়ে জমে ওঠে বিয়ের আসর। যা ভীষণ পছন্দ হয়েছে নেটিজেনদের। ফলে নিমেষে ভাইরাল (Viral Video) হয়েছে টুইটারে পোস্ট করা ভিডিওটি। অসংখ্য শেয়ার হয়েছে। হাজার হাজার মানুষ লাইক করেছেন। পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে।

[আরও পড়ুন: রাজধানী-দুরন্তর থেকে কোথায় এগিয়ে বন্দে ভারত? কেন চড়বেন এই সুপারফাস্ট ট্রেনে?]

একজন লিখেছেন, “একেই বলে গুরুকুলের ঐতিহ্য ধরে রাখা। বাবা একজন চেন্ডা মাস্টার। মেয়েও দক্ষতা অর্জন করেছেন।” এক নেটিজেনের মন্তব্য করেন, “সুন্দর, কনেকে এতখানি উৎসাহের সঙ্গে বিয়ে উপভোগ করতে দেখে খুব ভাল লাগল।” বরে-কনেকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement