সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লেনের ভিতরে চারিদিকে থিকথিকে ভিড়। ক্যামেরা হাতে তৈরি ফটোগ্রাফারও। এর মধ্যেই কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দিলেন বর। করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ যখন বিধ্বস্ত, তখন এই দৃশ্য একেবারেই কল্পনাতীত। কারণ কোভিডবিধি (Covid-19) কার্যকর একাধিক রাজ্যে। আর সেই নিয়ম অনুযায়ী, মাত্র ৫০ জন অতিথিই উপস্থিত থাকতে পারেন যেকোনও বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সম্প্রতি ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যেখানে ৫০ জন নয়, শতাধিক আমন্ত্রিত নিয়েই বিয়ে সারলেন এক দম্পতি। যা দেখার পর নেটিজেনরাও অবাক হয়েছেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দম্পতি তামিলনাড়ুর (Tamil Nadu) মাদুরাইয়ের (Madurai) বাসিন্দা। করোনা আবহে বিয়ে সারতেই অভিনব পন্থা অবলম্বন করে তাঁরা। জানা গিয়েছে, কোভিড বিধি অনুযায়ী, তামিলনাড়ুতে কোনও বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি আমন্ত্রিত থাকার অনুমতি নেই। কিন্তু সেটা তো শহরের মধ্যে। আকাশে থাকাকালীন এমন কোনও নির্দেশিকা নেই। আর তাই ভেবেচিন্তে অভিনব উপায়টি বের করেন ওই দম্পতি।
হবু বর-কনে রাকেশ এবং দক্ষিণা বিয়ের দিন মাদুরাই থেকে বেঙ্গালুরুগামী একটি বিমান ভাড়া নেন। আর একেবারে বিয়ের সাজে সেজে সেটিতে চড়ে বসেন। সঙ্গে ছিলেন তাঁদের বিয়েতে আমন্ত্রিত ১৬১ জন অতিথিও। দু’ঘণ্টার যাত্রাপথে বিমানটি মাদুরাইয়ের বিখ্যাত মিনাক্ষী মন্দিরের উপরে আসতেই দক্ষিণাকে মঙ্গলসূত্র পরান রাকেশ। ইতিমধ্যে তাঁদের এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কেউ কেউ তাঁদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। তো কেউ আবার এভাবে কোভিড বিধি ভাঙার জন্য দম্পতির সমালোচনাতেও মুখর হন। এদিকে, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ওই বেসরকারি বিমানটির সমস্ত ক্রু-কে সাসপেন্ড করেছে ডিজিসিএ।
A couple tied the knot on-board a chartered flight from Madurai, Tamil Nadu. Their relatives & guests were on the same flight.
“A SpiceJet chartered flight was booked y’day from Madurai. Airport Authority officials unaware of the mid-air marriage ceremony,” says Airport Director pic.twitter.com/wzMCyMKt5m
— ANI (@ANI) May 24, 2021
Rakesh-Dakshina from Madurai, who rented a plane for two hours and got married in the wedding sky. Family members who flew from Madurai to Bangalore after getting married by SpiceJet flight from Bangalore to Madurai. #COVID19India #lockdown @TV9Telugu #weddingrestrictions pic.twitter.com/9nDyn3MM4n
— DONTHU RAMESH (@DonthuRamesh) May 23, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.