Advertisement
Advertisement

Breaking News

Viral Video

Viral Video: কোমর জলেও রান্নার গ্যাসের যোগান ‘সাহসী সৈনিকে’র! প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীর

দেখুন সেই ভিডিও।

Viral Video: In Rain-Hit Rajasthan, Man Continues To Deliver Gas Cylinder | Sangbad Pratidin
Published by: Sangbad Pratidin Video Team
  • Posted:June 23, 2023 12:34 pm
  • Updated:June 23, 2023 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। মুহূর্তেই জলে ভরেছে এলাকা। ডুবন্ত রাস্তায় হাঁটাচলা করাও সমস্যার। কিন্তু তাতে কী! কর্তব্যে অবিচল তিনি ! সমস্ত বাধা কাটিয়েই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)।

সম্প্রতি এমনই এক ব্যক্তির ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেটদুনিয়ায়। যাঁকে ঘিরে প্রশংসা শোনা গিয়েছে স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীর গলায়। রাজস্থানের (Rajasthan Man) ওই ঘটনার ভিডিও টুইট করেছেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)।

Advertisement

[আরও পড়ুন: মাথার দাম ২১ হাজার, চার ঘণ্টা তল্লাশির পরে ধরা পড়ল ‘মোস্ট ওয়ান্টেড’ বাঁদর]

টুইটারে তিনি লিখেছেন, “শক্তির যোগান দিতে কর্তব্যে অবিচল তিনি। দায়িত্বের প্রতি দায়বদ্ধ। ভারতের শক্তি সেক্টরের এই নির্ভীক পদাতিক সৈনিক, রাজস্থানের বারমেরের ধোক গ্রামে একজন গ্রাহকের বাড়িতে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছেন। যা বিপর্যয়ের মধ্যেও এক সাহসী পদক্ষেপ।”

যদিও হরদীপ সিং পুরীর এই টুইটের পরেই নেটাগরিকদের প্রশংসায় ভাসেন রাজস্থানের ওই ব্যক্তি। একাধিক মন্তব্যে ভরে মন্ত্রী হরদীপের পোস্ট। কেউ কেউ লেখেন, ‘এঁরাই আসল হিরো!’ একজন মন্তব্য করেন, ‘এই ধরনের মানুষ আছেন বলেই ভাল লাগে!’ আবার ওই ব্যক্তিকে কুর্ণিশ জানিয়ে একজন লিখেছেন, ‘আমাদের ভারত মহান এঁদের জন্যই!’

[আরও পড়ুন: পাঞ্জাবের বান্টি-বাবলি! ডাকাতির পর তীর্থভ্রমণ, ফলের রসে চুমুক দিতেই পুলিশের জালে]

তবে বারমেরের ধোকা গ্রামের ওই ভিডিওয় থাকা ব্যক্তি কে, এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি মন্ত্রী নিজেও। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থানের একাধিক এলাকা। গুজরাটের ‘বিপর্যয়ে’র (Biparjay) প্রভাবে ভাসছে রাজস্থানের বিভিন্ন অংশ। বারমের-সহ জলমগ্ন রাজস্থানের বহু জেলা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement