সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সাল শুরু হওয়ার পর থেকেই অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই বছরটায় অদ্ভুত কিছু ঘটনা ঘটবে। যা আগে কোনওদিন ঘটেনি। প্রথমে বিষয়টি বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে না চাইলেও আজ ক্ষণে ক্ষণে তার প্রমাণ মিলছে। এতদিন দু’মুখো সাপের পৌরাণিক কাহিনীর কথা শুনে লোকে হাসাহাসি করলেও বাস্তবে তার দেখা মিলেছে। এবার সত্যি হল বিনা মেঘে বজ্রপাতের গুজবও। শুনে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত টাম্পা (Tampa) শহরে।
গত ১২ আগস্ট অভিনব এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন জোনাথন মুর (Johnathan Moore) নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, সম্প্রতি তিনি নিজের গাড়ি করে টাম্পা শহরে ঘুরছিলেন। সেসময় আচমকা মেঘ ছাড়াই আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেন। তা দেখে ক্যামেরা বের করে যখন ভিডিও তুলছেন তখন তাঁর গাড়ি থেকে ৭৫ ফুট দূরে থাকা একটি পাম গাছের মাথায় হঠাৎ বজ্রপাত হয়। এর ফলে গাছটির একটি পাতাও খসে পড়ে।
পরে ওই ঘটনাটির ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ১৮ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। যাদের মধ্যে বেশিরভাগই নিজেদের অবাক হওয়ার কথা স্বীকার করেছেন কমেন্টে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.