Advertisement
Advertisement
Viral Bride

বিয়ের সাজে স্কুটিতে ‘ফিল্মি কেত’ কনের, হেলমেট না পরায় গুনতে হল কড়কড়ে নোট

কত টাকার জরিমানা গুনে পকেটে ছ্যাঁকা খেলেন কনে?

Viral Bride Riding Scooter Without Helmet, Delhi police fines
Published by: Sandipta Bhanja
  • Posted:June 15, 2023 4:49 pm
  • Updated:June 15, 2023 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা আর সোশ্যাল মিডিয়ার মহিমা অপার! তাই তো সিনেমার পর্দায় দেখা কাণ্ডকীর্তির বাস্তব-সিদ্ধি করতে গিয়ে গোত্তা খেতে হয় আমজনতাদের। এবার থ্রি ইডিয়ট স্টাইলে জনৈক তরুণীকে দেখা গেল দিল্লির রাস্তায়। কনে সাজেই স্কুটি চালিয়ে ছাতনাতলার উদ্দেশে ছুটছিলেন তিনি। তবে পথে পুলিশের সঙ্গে দেখা হতেই বিপাকে! গুনতে হল কড়কড়ে নোট।

দেশে ট্রাফিক আইন ভাঙার ঘটনা নতুন নয়! তবে কনে সাজে তরুণীর এমন কাণ্ড দেখে হতবাক পুলিশ। ভিডিও ভাইরাল হতে ফোড়ন কাটল নেটপাড়াও। কী দেখা গেল ওই ভিডিওয়, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া?

Advertisement

[আরও পড়ুন: বাইকের তেলের পয়সা নেই, হেঁটেই খাবার ডেলিভারি যুবকের! ভিডিও ভাইরাল হতেই বদলাল জীবন]

পরনে লেহেঙ্গা, গয়না। সেজেগুজে হেলমেট ছাড়াই রাস্তায় স্কুটি চালাচ্ছেন ওই মহিলা। আর সেই ঘটনার রিল-ও ক্যামেরাবন্দী হচ্ছিল। পুলিশের নজর এড়ায়নি এই ঘটনা। অতঃপর ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ওই কনের কাছ থেকে গুনেগুনে ৬ হাজার টাকার চালান কাটল দিল্লি পুলিশ। এই তরুণীর কর্মকাণ্ড ভাইরাল করতেও পিছপা হননি তাঁরা।

দিল্লি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে- “রিলের জন্য হেলমেট না পরে স্কুটি চালানো, আপনার সুরক্ষা বিঘ্নিত করতে পারে। দয়া করে এইধরণের মুর্খামি করবেন না। সাবধানে গাড়ি চালান।”

[আরও পড়ুন: রাস্তা দিয়ে ছুটছে চার চাকার খাটিয়া! আজব গাড়ির কারিগরকে কুর্নিশ আনন্দ মহিন্দ্রার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement