Advertisement
Advertisement

Breaking News

ক্যানসার আক্রান্তের ব্রাইডাল ফটোশুটে মশগুল নেটদুনিয়া

‘বোল্ড ইন্ডিয়ান ব্রাইড’র প্রশংসা করছেন নেটিজেনরা৷

Viral bridal photo shoot of a cancer survivor
Published by: Sayani Sen
  • Posted:March 1, 2019 4:31 pm
  • Updated:March 1, 2019 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে কর্কট রোগ থাবা বসিয়েছে, একথা শোনার পরই ভেঙে পড়েন রোগীরা৷ যেন নিমেষেই সব রং হারিয়ে ফিকে হয়ে যায় জীবন৷ শুরু হয় যুদ্ধ৷ কঠিন লড়াই পেরিয়ে জয় পেলে জীবনের সংজ্ঞাই বদলে যায়৷ যেমন বদলে গিয়েছে বৈষ্ণবী পুভানেন্দ্রনের জীবন৷ তাঁর জীবনের বিশেষ মুহূর্তের ছবিই নেটদুনিয়ায় ঝড় তুলেছে৷ 

[আমাজনের ঘন জঙ্গলের পথে এ কী! চোখ কপালে পর্যটকদের]

বৈষ্ণবী পুভানেন্দ্রন নেটদুনিয়ায় যাঁর পরিচিতি নভি ইন্দ্রন পিল্লাই নামে৷ আর পাঁচটা মেয়ের মতো বিয়ে নিয়ে হাজারও পরিকল্পনা ছিল তাঁর৷ জীবনের বিশেষ মুহূর্ত অর্থাৎ বিয়ের সাজগোজে কেমন লাগবে তাঁকে, কৈশোর থেকে যৌবনে পা বাড়ানোর পর থেকে সেই চিন্তা প্রায়শই ঘুরপাক খেত তাঁর মাথায়৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ শরীরে কর্কট হানায় মোড় ঘুরল চিন্তাভাবনার৷

Advertisement

[অনলাইন শপিং সাইটের মডেল মমতা বন্দ্যোপাধ্যায়! বিকোচ্ছে নীল-সাদা শাড়ি]

ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বৈষ্ণবী বলেন, ‘‘ক্যানসারের চিকিৎসা শুরু হলেই সৌন্দর্য নষ্ট হতে শুরু করে৷ তার জেরে রোগী মনোবল, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন৷ তাই অনেকেই ক্যানসার হলে তাঁর জীবনের চাওয়া পাওয়া জলাঞ্জলি দেন৷’’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Cancer treatments has given us alot of limitations, has robbed us from beauty and taken away our confidence. As a little girl, we have always dreamt of what our big day will be like and how we would look as a bride. But having cancer has stripped some of us from fulfilling these dreams. Alot of cancer survivors has postponed or even cancelled their big day. For me, as a cancer survivor, I dreamt the day I marry the love of my life. Dreamt, what it is like to look like a bride, to feel like a bride. Having gone through cancer treatments (chemotherapy, etc.), losing my hair was by far the hardest thing I ever had to go through. I felt that I was not beautiful enough to be loved and was not beautiful enough to look or ever feel like a bride. Hair, it is our ‘crowning glory’ and having that taken away from you is devastating. But we choose to accept what we have, appreciate what we are and welcome what is coming. So here it is, *Bold Indian Bride* ****************************************************** Bangles & Bridal Anklet : @desirec.my Silk Saree & Bridal Veil : @pattushastra Photography: @celesgrd Assisted by: @shi.vaa90 Make-up & Styling : @blushbeautybeyond Assisted by : @emmanuel_ravi98 Henna: @bdazzled_beauty #kissedbycancer #cancersucks #cancersurvivor #youngadultcancer #letsfcancer ** A huge thank you to the team. You guys made my dream come true. Not only I looked like a bride, I felt like a bride and it was all thanks to the wonderful team for bringing it to life. I am so grateful to have met such wonderful people. I am extremely blessed for the amount of love and support I have received. Scrolling through the pictures, tears rolled down because I got to have my dream come true and it is because you guys made it happen for me. I am extremely grateful. Thank you all so much. Lots of love, Navi

A post shared by Navi Indran Pillai (@naviindranpillai) on

কিন্তু জীবনের কঠিন সময়েও মনোবল হারাননি বৈষ্ণবী৷ প্রথমে ভেঙে পড়লেও, পরে ধীরে ধীরে নিজেকে শক্ত করে নেন তিনি৷ প্রথম দফায় ক্যানসারের কবল থেকে রেহাই পান৷ চিকিৎসকদের থেকে পাওয়া ফিট সার্টিফিকেট হাতে নিয়ে যুদ্ধ জয়ের হাসি হেসেছিলেন বৈষ্ণবী৷ কিন্তু কথায় বলে, সুখ দীর্ঘস্থায়ী হয় না৷ বৈষ্ণবীর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে৷ পাঁচ বছর পর আবারও তাঁর শরীরে বাসা বাঁধে কর্কট রোগ৷ গত বছরের ডিসেম্বরে শেষ বার কেমোথেরাপি করেন বৈষ্ণবী৷ যার জেরে চুলও সব পড়ে গিয়েছে তাঁর৷ 

[বিহারের সরকারি চাকরির পরীক্ষায় ‘টপার’ সানি লিওনে!]

বৈষ্ণবীর একটাই বক্তব্য, জীবনে যেকোনও ঝড়ই আসুক না কেন, কোনওভাবেই থমকে যাওয়ার পাত্রী নন তিনি৷ আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করার স্বপ্ন দেখেন তরুণী৷ স্বপ্ন দেখেন সংসার গড়ার৷

শারীরিক যন্ত্রণা দূর হলেই, মনে উঁকি দেয় সেই একই প্রশ্ন বিয়ের সাজে কেমন দেখতে লাগবে? তাই তো বিয়ের সাজে ফটোশুট করানোর সিদ্ধান্ত নেন বৈষ্ণবী৷ লাল শাড়ি, মাথায় সাদা রঙের ওড়না সঙ্গে মানানসই গয়নাগাটিতে এক্কেবারে ভারতীয় নববধূর সাজে ক্যামেরার সামনে নানা পোজ দিলেন তিনি৷

মেক আপ আর্টিস্ট বলেন, ‘‘মাথায় চুল না থাকা সত্ত্বেও বৈষ্ণবীকে ওড়না এবং টিকলি পরানোই ছিল আমার কাছে বড় চ্যালেঞ্জ৷ তবে এমন লড়াকু তরুণীর পাশে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত৷’’ ইনস্টাগ্রামে বধূবেশে মনভোলানো ছবি পোস্ট করেছেন বৈষ্ণবী৷ ‘বোল্ড ইন্ডিয়ান ব্রাইড’র ছবি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়৷ ওই ছবি নিয়েই চলছে জোর চর্চা৷ বৈষ্ণবীর লড়াই এখন অনেককেই প্রেরণা জোগাচ্ছে৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Taking the leap! . . The next person Navi got on board was @pattushastra of course! I knew they could never go wrong with the saree selection and I just love their professionalism. . . . And here we have the bride jumping in joy mode. Once a dancer, always a dancer I guess! She also wanted this idea to be an inspiration not only for cancer patients but to those who are having a tough time . . . Talent: @naviindranpillai Silk Saree & Bridal Veil : @pattushastra Bangles & Bridal Anklet : @desirec.my Make-up & Styling : @blushbeautybeyond Assisted by : @Emmanuel_ravi98 Photography team: @celesgrd @shi.vaa90 Henna: @bdazzled_beauty #kissedbycancer #cancersucks #cancersurvivor #youngadultcancer #letsfcancer #portraitshots #portraitphotoawards #portraitsession #portraitclub #portraits_shots #portrait_page #portraitsofficial #portraitsketch #portraitmodel #portraitsvisuals #portraits_life #portraitmag #portrait_dev #portrait_society #portraitsla #portraitfeed #portrait_universe #portrait_pros #portraitstyles #portraitsquad #portraits #portrait #sel55210 #sonya7iii #portraits_cg

A post shared by Celes Gerard (@celesgrd) on

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement