সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে কর্কট রোগ থাবা বসিয়েছে, একথা শোনার পরই ভেঙে পড়েন রোগীরা৷ যেন নিমেষেই সব রং হারিয়ে ফিকে হয়ে যায় জীবন৷ শুরু হয় যুদ্ধ৷ কঠিন লড়াই পেরিয়ে জয় পেলে জীবনের সংজ্ঞাই বদলে যায়৷ যেমন বদলে গিয়েছে বৈষ্ণবী পুভানেন্দ্রনের জীবন৷ তাঁর জীবনের বিশেষ মুহূর্তের ছবিই নেটদুনিয়ায় ঝড় তুলেছে৷
বৈষ্ণবী পুভানেন্দ্রন নেটদুনিয়ায় যাঁর পরিচিতি নভি ইন্দ্রন পিল্লাই নামে৷ আর পাঁচটা মেয়ের মতো বিয়ে নিয়ে হাজারও পরিকল্পনা ছিল তাঁর৷ জীবনের বিশেষ মুহূর্ত অর্থাৎ বিয়ের সাজগোজে কেমন লাগবে তাঁকে, কৈশোর থেকে যৌবনে পা বাড়ানোর পর থেকে সেই চিন্তা প্রায়শই ঘুরপাক খেত তাঁর মাথায়৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ শরীরে কর্কট হানায় মোড় ঘুরল চিন্তাভাবনার৷
ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বৈষ্ণবী বলেন, ‘‘ক্যানসারের চিকিৎসা শুরু হলেই সৌন্দর্য নষ্ট হতে শুরু করে৷ তার জেরে রোগী মনোবল, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন৷ তাই অনেকেই ক্যানসার হলে তাঁর জীবনের চাওয়া পাওয়া জলাঞ্জলি দেন৷’’
কিন্তু জীবনের কঠিন সময়েও মনোবল হারাননি বৈষ্ণবী৷ প্রথমে ভেঙে পড়লেও, পরে ধীরে ধীরে নিজেকে শক্ত করে নেন তিনি৷ প্রথম দফায় ক্যানসারের কবল থেকে রেহাই পান৷ চিকিৎসকদের থেকে পাওয়া ফিট সার্টিফিকেট হাতে নিয়ে যুদ্ধ জয়ের হাসি হেসেছিলেন বৈষ্ণবী৷ কিন্তু কথায় বলে, সুখ দীর্ঘস্থায়ী হয় না৷ বৈষ্ণবীর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে৷ পাঁচ বছর পর আবারও তাঁর শরীরে বাসা বাঁধে কর্কট রোগ৷ গত বছরের ডিসেম্বরে শেষ বার কেমোথেরাপি করেন বৈষ্ণবী৷ যার জেরে চুলও সব পড়ে গিয়েছে তাঁর৷
বৈষ্ণবীর একটাই বক্তব্য, জীবনে যেকোনও ঝড়ই আসুক না কেন, কোনওভাবেই থমকে যাওয়ার পাত্রী নন তিনি৷ আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করার স্বপ্ন দেখেন তরুণী৷ স্বপ্ন দেখেন সংসার গড়ার৷
শারীরিক যন্ত্রণা দূর হলেই, মনে উঁকি দেয় সেই একই প্রশ্ন বিয়ের সাজে কেমন দেখতে লাগবে? তাই তো বিয়ের সাজে ফটোশুট করানোর সিদ্ধান্ত নেন বৈষ্ণবী৷ লাল শাড়ি, মাথায় সাদা রঙের ওড়না সঙ্গে মানানসই গয়নাগাটিতে এক্কেবারে ভারতীয় নববধূর সাজে ক্যামেরার সামনে নানা পোজ দিলেন তিনি৷
মেক আপ আর্টিস্ট বলেন, ‘‘মাথায় চুল না থাকা সত্ত্বেও বৈষ্ণবীকে ওড়না এবং টিকলি পরানোই ছিল আমার কাছে বড় চ্যালেঞ্জ৷ তবে এমন লড়াকু তরুণীর পাশে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত৷’’ ইনস্টাগ্রামে বধূবেশে মনভোলানো ছবি পোস্ট করেছেন বৈষ্ণবী৷ ‘বোল্ড ইন্ডিয়ান ব্রাইড’র ছবি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়৷ ওই ছবি নিয়েই চলছে জোর চর্চা৷ বৈষ্ণবীর লড়াই এখন অনেককেই প্রেরণা জোগাচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.