সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবুন, বিরিয়ানি মুখে পুরতেই টের পেলেন নকুলদানার স্বাদ! এমন বিদঘুটে অভিজ্ঞতা নিশ্চয়ই কেউ চান না। কিন্তু তবু ইন্টারনেটের জগতে দেখা মেলে এমন সব খাবারের, যার মধ্যে এই ধরনের ‘ডেডলি কম্বিনেশন’ লক্ষ করা যায়। সেই তালিকায় নতুন সংযোজন আনারস মোমো! হ্যাঁ, এমন মোমো যে কামড় দিলেই স্বাদ মিলবে আনারসের।
মোমো মূলত পাহাড়ি এলাকার খাবার হলেও সাম্প্রতিক সময়ে তারা জনপ্রিয়তা পাহাড় থেকে সমতলে নেমে এসেছে। ভেজ বা নন ভেজ, মোমো দুভাবেই জনপ্রিয়। কিন্তু তা বলে আনারস মোমো? ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে এমনই অভূতপূর্ব মোমোর ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কীভাবে আনারস কেটে কেটে মোমোর (Momo) পুর হিসেবে ভরে ফেলা হচ্ছে।তারপর তা তেলে ভেজে ফ্রায়েড মোমোর চেহারা দেওয়া হচ্ছে!
View this post on Instagram
স্বাভাবিক ভাবেই তা দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। যা দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আমি এরপর হারপিক মোমো খেতে চাই।’ আবারও কারও মন্তব্য, ‘যারা বানাচ্ছে ভুলটা তাদের নয়। ভুল তাদের, যারা খাচ্ছে।’ আবার আরও রসিক কেউ মন্তব্য করছেন, ‘আরআইপি মোমো।’ মোদ্দা কথা, অধিকাংশেরই মত ফিউশনের নামে এমন খাবার তাঁরা চেখে দেখতে রাজি নন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.