সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন লম্বা, তেমন চওড়া। এমনটাও সম্ভব? বরের গলার টাকার মালা দেখে এভাবেই হকচকিয়ে যাচ্ছেন নেটদুনিয়ার বাসিন্দারা। পাত্রের সেই বিরাটাকার গলার মালার ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিয়ের দিনে বরকে টাকার মালা দিয়ে স্বাগত জানানোর রীতি বহু জায়গাতেই রয়েছে। অনেক সময় বরযাত্রীকে টাকা ওড়াতেও দেখা যায়। কিন্তু সকলকে অবাক করে দিলেন পাকিস্তানের (Pakistan) এই পাত্র। তাঁর গলার টাকার মালাটি এতটাই বড় যে একা সামলানো একেবারে অসম্ভব। ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তত ছ’জন মিলে সেই মালা ধরে রয়েছে। গলার দু’প্রান্তে অন্তত ন’টি সারিতে রাখা নোট। আর দৈর্ঘ্য? সে যেন বর্ণনা করাই কঠিন। পায়ের নিচ দিয়ে নেমে মেঝের অনেকটা অংশে ছড়িয়ে রয়েছে সেই মালা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ভিডিওটি পাকিস্তানের ইসলামাবাদের বলে জানা গিয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা, “আপনার বিয়ের স্বপ্নের মালা।” সত্যিই, এহেন মালা যেন স্বপ্নেই দেখা যায়। তবে ইসলামাবাদের বিয়ের অনুষ্ঠানে সেটাই বাস্তবায়িত হয়েছে। এমন মালা পরে চওড়া হাসি বরের মুখেও। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই লাইকের বন্যা। অনেকে মজা করে লিখেছে, “এমন মালা দেখে তো হিংসা হচ্ছে।” অন্য এক নেটিজেনের কথায় আবার, “এমন দেখনদারির কোনও মানেই হয় না। এর চেয়ে এতগুলো নোট খামবন্দি করে উপহার হিসেবে দেওয়া ভাল।” আরেক নেটাগরিকের আবার বক্তব্য, পাত্রকে তো দেখে UFO-র মতো লাগছে।
View this post on Instagram
কিন্তু ঠিক কত টাকার মালা গলায় ছিল ওই বরের? না, সে হিসেব পাওয়া যায়নি। তবে ভিডিওতেই স্পষ্ট, বিরাট অঙ্কের টাকাতেই সেজেছেন পাত্র। যাতে ঢাকা পড়েছে তাঁর শেরওয়ানি আর বাকি সাজও। ভাগ্যবান বর বটে! আপনি কী বলেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.