সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি সিনেমা আর বাস্তব জীবন এক না। অনেক ক্ষেত্রে একথা মনে থাকে না তরুণ প্রজন্মের। ফলে মাঝেমাঝে অদ্ভূত দৃশ্যের দেখা মেলে ভূভারতে। এবার যেমন ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। চলন্ত বাইকেই উদ্দাম প্রেম মাততে দেখা গেল যুগলকে। প্রেমিকাকে বাইকের সামনের দিকের তেলের ট্যাঙ্কে, কার্যত কোলে বসিয়েই জাপটে ধরে বাইক চালাতে দেখা গিয়েছে এক যুবককে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনায় হতবাক নেটিজেনরা। ট্রাফিক আইন ভাঙায় পুলিশ গ্রেপ্তার করেছে যুবক ও যুবতীকে। কাউন্সিলিংয়ের জন্য অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে।
বিশাখাপত্তনামের (Visakhapatnam) স্টিল প্ল্যান্ট রোডে ওই দৃশ্য দেখা গিয়েছে। ঘটনায় অভিযুক্ত ১৯ বছরের যুবতী কে শৈলজা এবং ২২ বছরের যুবক অজয় কুমার। তাঁদের উন্মত্ত কাণ্ড ভিডিও করেন ওই রাস্তায় গাড়িতে থাকা এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়া পোস্ট করা মাত্র যা ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, কোলে বসিয়ে প্রেমিকাকে জাপটে ধরা অবস্থাতেই বাইক চালাচ্ছেন এক যুবক। যুবতী বসেছিলেন বাইকের সামনের দিকে জ্বালানির ট্যাঙ্কে। এভাবেই বিপজ্জনক ভাবে দীর্ঘক্ষণ বাইক চলে বিশাখাপত্তনামের ব্যস্ত রাস্তায়। যুগলের মাথায় হেলমেটও ছিল না। ভাইরাল ভিডিওটি পুলিশের নজরে আসা মাত্রা ব্যবস্থা নেওয়া হয়।
ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই যুগলকে। পরিবহণ আইনের একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা করেছে পুলিশ। যুবকের বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও কাউন্সিলিংয়ের জন্য যুবক ও যুবতীর অভিভাবকদের ডেকে পাঠিয়েছে থানা। বিশাখাপত্তনামের পুলিশ কমিশনার জানিয়েছেন, ট্রাফিক আইন ভাঙার ঘটনাকে হালকা ভাবে নেওয়া হবে না। কঠিন ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
విశాఖలో లవర్స్ ఓవర్ యాక్షన్. స్టీల్ ప్లాంట్ మెయిన్ రోడ్డుపై పట్టపగలు బరితెగింపు. హెల్మెట్ లేకుండా యువకుడు డ్రైవింగ్. కాలేజ్ యూనిఫామ్ ధరించి విద్యార్థిని వికృత చేష్టలు చూసి నివ్వెరపోయిన స్థానికులు. #AndhraPradesh #Visakhapatnam #Vizag pic.twitter.com/i2dGgHKElg
— Vizag News Man (@VizagNewsman) December 29, 2022
এমন ঘটনা অবশ্য নতুন না। এর আগে একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল রাজধানী দিল্লিতে। চলন্ত বাইকে প্রেমিকাকে জড়িয়ে ধরে যুবককে চুম্বন করতেও দেখা গিয়েছিল সেবার। ২০১৯ সালের ওই কাণ্ড দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। অনেকেই দাবি করেছিলেন, এই কাজের জন্য পুলিশ ব্যবস্থা নিক যুগলের বিরুদ্ধে। পুলিশ ব্যবস্থাও নেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.