সংবাদ প্রতিদিন জিডিটাল ডেস্ক: ‘সোনারকেল্লা’ ছবিতে গুলবাজ মন্দার বোস লালমোহনবাবুর সঙ্গে তঞ্চকতা করে বলে, “শনিমনসা দেখেছেন, শনিমনসা। হে হে শনিবার শনিবার ফুল ধরে।” তাই বলে বেছে বেছে প্রতি শনিবারই সাপ কামড়াবে? সাপ কি সপ্তাহের হিসেব রাখে? বার জানে? ভূভারতে এমন কথা কেউ কখনও শুনেছে? যদিও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফতেপুরের বাসিন্দা ২৪ বছরের যুবকের কিন্তু তেমনটাই দাবি। ঘটনায় হতবাক চিকিৎসকরা। ঠিক কী ঘটেছে?
ফতেপুরের বাসিন্দা ওই যুবকের নাম বিকাশ দুবে। চিকিৎসকদের কাছে তিনি জানিয়েছেন, গত ৪০ দিনে সাত বার সাপে কামড়াছে তাঁকে। আরও দাবি, ঘুরেফিরে প্রতি শনিবার সাপের কামড় খেয়েছেন তিনি। যদিও প্রতিবার সময় মতো চিকিৎসার জোরে বেঁচেও গিয়েছেন! এই বিষয়ে ফতেপুরের জেলা স্বাস্থ্যকর্তা রাজীব নারায়ণ গিরি বলেন, “ওই যুবক সম্প্রতি জেলাশাসকের অফিসে এসে কেঁদে পড়েছিল। সাপের কামড়ের চিকিৎসা করতে গিয়ে নাকি অনেকে টাকা খরচ হয়ে গিয়েছে তাঁর। সরকারি আর্থিক সাহায্যের দাবি করেন। যুবককে আমি সরকারি হাসপাতালে যেতে বলি বিনামূল্যে অ্যান্টি স্নেক ভেনাম ইঞ্জেকশনের জন্য।”
রাজীব আরও বলেন, “এটা খুবই আশ্চর্যের যে প্রতি শনিবার সাপে কামড়াচ্ছে। বাস্তবে সাপই কামড়াচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে আমাদের। যে ডাক্তাররা ওঁকে চিকিৎসা করছেন, তাঁদের যোগ্যতাও খতিয়ে দেখা দরকার। একজন ব্যক্তিকে প্রতি শনিবার সাপে কামড়াচ্ছে। সেই ব্যক্তি প্রতিবার একই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মাত্র একদিনের মধ্যে সুস্থও হয়ে উঠছেন। বিষয়টি অদ্ভুত মনে হচ্ছে।” রহস্য উন্মোচনে তিন চিকিৎসকের তদন্ত কমিটি গঠন করেছেন জেলার স্বাস্থ্য অধিকর্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.