Advertisement
Advertisement
Half pant

মহিলা কর্মীদের অসুবিধা হয়, পুরুষদের হাফপ্যান্ট পরায় নিষেধাজ্ঞা উত্তরপ্রদেশের ব্যাংকে!

অর্চনা কুমারী নামের ওই ম্যানেজারের নির্দেশ ঘিরে বিতর্ক তুঙ্গে।

Uttar Pradesh bank manager issued notice that says customers should not come to the bank in half pants। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 1, 2022 5:01 pm
  • Updated:September 1, 2022 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাফপ্যান্ট পরে আসা যাবে না ব্যাংকে। এমনই নিদান দিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি ব্যাংকের (Bank) ব্রাঞ্চ ম্যানেজার। অর্চনা কুমারী নামের ওই ম্যানেজারের এহেন নির্দেশ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কী করে ব্যাংকে আসার জন্য নির্দিষ্ট পোশাক বিধি (Dress code) নির্ধারণ করে দিতে পারেন তিনি?

গত ২৬ আগস্ট যোগীরাজ্যের বাঘপতের কানাড়া ব্যাংকের একটি শাখার দরজায় একটি নোটিস ঝুলতে দেখা যায়। তাতে পরিষ্কার বলা আছে, হাফপ্যান্ট পরে ব্যাংকে আসা যাবে না। কিন্তু কেন এমন নির্দেশ? অর্চনা জানিয়েছেন, তাঁর ব্যাংকে পুরুষ গ্রাহকরা হাফপ্যান্ট পরে এলে মহিলা কর্মীদের কাজ করতে সমস্যা হয়। তাঁরা ম্যানেজারের কাছে লিখিত ভাবে এই বিষয়ে আপত্তি জানিয়েছেন। আর তারপরই ওই ম্যানেজার এমন নির্দেশ দেন। এরপরই ওই নির্দেশকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি নির্দোষ’, মঙ্গলকোট মামলায় বিধাননগর এমপি-এমএলএ আদালতে দাবি অনুব্রতর]

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কোনও ব্যাংক কি এমন নির্দেশ দিতে পারে? এপ্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে ফৌজদারি ও পারিবারিক আইন বিশেষজ্ঞ শচীন নায়েকের দাবি, বিকিনি কিংবা অন্তর্বাস পরে নিশ্চয়ই ব্য়াংকে আসা যায় না। অন্যথায় গ্রাহকরা নিজেদের ইচ্ছেমতো পোশাক পরে ব্যাংকে আসতে পারেন। তবে যদি কোনও গ্রাহক নগ্নতার প্রদর্শন করেন তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায়। কিন্তু হাফপ্যান্ট, ফুলপ্যান্ট বা সাধারণ পোশাকের ক্ষেত্রে কোনও রকম নির্দিষ্ট পোশাকের উপরে এভাবে নিষেধাজ্ঞা চাপানো যায় না।

এরই সঙ্গে আইনজীবীর বক্তব্য, ব্যাংক এমন নির্দেশ জারি করলেও গ্রাহকরা তা মানতে বাধ্য নন। এমনকী, কেউ হাফপ্যান্ট পরে ব্যাংকে প্রবেশ করলে কারও বিরুদ্ধে আইনি পদক্ষেপও করতে পারবেন না ওই ম্যানেজার। তবে তিনি চাইলে ক্ষমতাবলে কাউকে ব্যাংকে প্রবেশে বাধা দিতেই পারেন।

[আরও পড়ুন: দেশে সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার অভিযোগ বাংলায়, বলছে NCRB’র রিপোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement