Advertisement
Advertisement

Breaking News

বাড়ি বেচে বিশ্ব দেখার স্বপ্ন! বিলাসবহুল ক্রুজের টিকিট কাটতেই…

জলপথে ১৪৮টি দেশ দেখার কথা ছিল মহিলার।

US Woman Sells Home To Fund Luxury Cruise | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 6, 2023 8:01 pm
  • Updated:December 6, 2023 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: কথায় বলে, অতি লোভে তাতি নষ্ট। সেই অবস্থাই হল আমেরিকার (America) বাসিন্দা এক মহিলার। ক্রুজে চেপে বিশ্বভ্রমণের লোভে রাতারাতি গৃহহীন হলেন তিনি। এখন মাথা গোঁজার ঠাঁই খুজতে হাল খারাপ। কী করে এমনটা ঘটল?

নিউ ইয়র্ক পোস্টের খবর, মহিলার নাম কেরি উইটম্যান। ৩২ হাজার ডলারের (ভারতীয় মুদ্রায় ২৬ লক্ষ ৬৬ হাজার ৭৮৪ টাকা) বিনিময়ে বিলাসবহুল ক্রুজে চেপে বিশ্বভ্রমণের টিকিট কেটেছিলেন তিনি। শর্ত অনুযায়ী ৩ বছর ধরে জলপথে ১৪৮টি দেশ বেড়ানোর কথা ছিল তাঁর। কথা হল, ২৬ লক্ষ টাকা চাট্টিখানা বিষয় নয়। এই টাকা জোগাড় করতে চারটি বেডরুমওলা বাড়ি বেচে দেন মহিলা। যেহেতু ক্রুজে বিশ্বভ্রমণ বহুদিনের স্বপ্ন তাঁর।

Advertisement

 

[আরও পড়ুন: ঠিক করুন বামেদের বিরুদ্ধে লড়বেন নাকি বিজেপির বিরুদ্ধে! রাহুলকে চ্যালেঞ্জ বিজয়নের]

সেই স্বপ্নই শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হল। ২০২২ সালের এপ্রিল মাসে টিকিটের দামের একটা বড় অংশ ‘লাইফ অ্যাট সি ক্রুজ’ কোম্পানিকে জমা দেন তিনি। ১ নভেম্বরে ইস্তানবুল থেকে ছাড়ার কথা ছিল বিলাসবহুল ক্রুজটির। পরে ১১ এবং ৩০ নভেম্বরে বদলায় জাহাজ ছাড়ার দিন। এর পর সম্প্রতি লাইফ অ্যাট সি ক্রুজ কোম্পানি জানিয়ে দেয়, নির্দিষ্ট ক্রুজটির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। ফলে আপাতত বাতিল বিশ্বভ্রমণ।

 

[আরও পড়ুন: দিল্লির নামী হাসপাতালে কিডনি বিক্রি মায়ানমারের বহু যুবকের! তদন্তের নির্দেশ কেন্দ্রের]

এই ঘটনায় মাথায় হাত পড়েছে কেরি উইটম্যানের। বাড়ি বিক্রি হয়ে গিয়েছে তাঁর। ভেবেছিলেন তিন বছর জাহাজেই কেটে যাবে। সময় মতো পরবর্তী পরিস্থিতি ভেবে দেখবেন। এখন কী করবেন? ঠিক কী প্রক্রিয়ায় ক্রুজ সংস্থা টাকা ফেরত দেবে, কবে দেবে, তাও এক প্রশ্ন। মহিলা বলেন, “আমি সবাইকে বলেছিলাম। তোমাদের মতো নই। ঝুঁকি নিয়েই ঘুরতে যাব।” কিন্তু এখন? উইটম্যানের জবাব, “এখন ভাড়া বাড়িতে থাকছি। ক্রুজ ভ্রমণ ঠান্ডাঘরে। কী করব জানি না।” উইটম্যান টের পাচ্ছেন, অতি লোভে তাতি নষ্টের মর্মার্থ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement