Advertisement
Advertisement
USA Woman

সন্তানের জন্মের ৪৮ ঘণ্টা আগেও জানতেন না তিনি অন্তঃসত্ত্বা, আজব দাবি তরুণীর

তরুণীর শারীরিক পরীক্ষার পরেই চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের।

US Woman Delivers Baby Boy Just 48 Hours After Finding Out She Was Pregnant | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:October 18, 2022 7:17 pm
  • Updated:October 18, 2022 11:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সংবাদের কেবল হেডলাইনটুকু শুনলে লোকে ভাববে আজগুবি। যদিও ঘটনা ঘোর বাস্তব। আমেরিকার (America) এক তরুণী চমকে দিয়েছেন তাবড় চিকিৎসকদের। তিনি যে অন্তঃসত্ত্বা তা জানার ৪৮ ঘণ্টার মধ্যে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন। মা ও শিশু সুস্থ আছে বলেই জানা গিয়েছে। কিন্তু এমনটা কী করে সম্ভব?

বছর ২৩-এর তরুণীর নাম পেটন স্টোভার (Peyton Stover)। আমেরিকার ওমাহাতে (Omaha) শিক্ষকতা করেন। সম্প্রতি অতিরিক্ত ক্লান্ত বোধ করছিলেন। ভেবেছিলেন কাজের চাপে বুঝি বাড়তি ক্লান্তিবোধ। কিন্তু শরীরে আরও কিছু পরিবর্তন খেয়াল করেন। যেমন থেকে থেকে পা ফুলছিল। চিকিৎসকের গেছে যেতেই ব্যাপারটা স্পষ্ট হয়। জানা যায় তরুণী মা হতে চলেছেন। এই অবধি সব ঠিক ছিল। এরপরেই যাকে বলে গোলমেলে কাণ্ড।

Advertisement

[আরও পড়ুন: জয়ললিতার মৃত্যুতে কাঠগড়ায় শশীকলা! কমিশনের রিপোর্টে অস্বস্তিতে বর্ষীয়ান নেত্রী]

আল্ট্রাসাউন্ড-সহ একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা দম্পতিকে জানান, তরুণী বুঝতে না পারলেও তিনি বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা। তার চেয়ে বড় কথা সন্তান ধারনের কারণে তাঁর কিডনি, লিভার-সহ একাধিক অঙ্গ ঠিক মতো কাজ করছে না, যা এক ধরনের রোগ। এসব ক্ষেত্রে দ্রুত অস্ত্রোপচার করে থাকেন চিকিৎসকরা। পরদিনই হাসপাতালে ভরতি নেওয়া হয় তরুণীকে। সেদিন রাতেই ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম দেন তরুণী।

[আরও পড়ুন: ‘মা লজেন্স চুরি করেছে’, সটান থানায় গিয়ে অভিযোগ লিখিয়ে এল ৩ বছরের খুদে]

চিকিৎসকরা জানান, তরুণীর প্রিক্ল্যাম্পসিয়া (Preeclampsia) নামের একটি বিরল সমস্যা দেখা দেয়। এর ফলে রক্তচাপ বেড়ে একাধিক অঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা থাকে। দ্রুত অস্ত্রোপচার হওয়ায় সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যান তরুণী। এর জন্যেই ১০ সপ্তাহ আগে জন্ম হল শিশুটির। ওজন ছিল মাত্র ৪ পাউন্ড। তবে সে ও তার মা ভাল আছেন বলেই জানা গিয়েছে। কিন্তু তরুণী কেন গর্ভবতী হওয়ার বিষয়টি টেরই পেলেন না সেই বিষয়ে কিছু জান যায়নি। তরুণ দম্পতি অবশ্য এই বিষয়ে ভাবিত নন। তাঁরা জানান, সন্তানের কথা ভাবছিলেন, তবে খানিক আগাভাগে সে এসে পড়েছে। খুশিতে ডগমগ মা পেটন স্টোভার আবেগে ভেসে বলেন, “ও সত্যিই আমার!”   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement