সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (US) বন্দুকবাজের হামলার ঘটনা প্রায়শই ঘটে। বহু ক্ষেত্রেই নাবালকরাই হাতে বন্দুক পেয়ে হয়ে ওঠে নৃশংস ঘাতক। বন্দুকের (Rifles) এই সহজলভ্যতা নিয়ে বিতর্ক বহু দিন ধরেই রয়েছে। এই অবস্থায় এক মার্কিন বন্দুক প্রস্তুতকারক সংস্থা বাজারে নিয়ে এসেছে এমন এক বন্দুক যা কিনা ব্যবহার করতে পারবে ছোটরা! সংস্থার ওয়েবসাইটের দাবি, ‘মা-বাবার বন্দুকের মতোই দেখতে, ছুঁতে ও কাজের।’ এই ট্যাগলাইন ও নয়া বন্দুক ঘিরে উত্তাল আমেরিকার চিন্তাশীল মানুষরা।
সেমি-অটোম্যাটিক এই রাইফেলের মডেল এআর-১৫-এর মতোই। যা দিয়ে ইতিমধ্যেই আমেরিকায় বহু ভয়ানক হামলা হয়েছে। সেই বন্দুকের আদলেই তৈরি হয়েছে জেআর-১৫। এই বন্দুকেই খুদেদের হাতেখড়ির প্রচার হোক- প্রচার জোরকদমে শুরু করে দিয়েছে ডবলিউইই১ নামের ওই সংস্থা।
কেমন এই নতুন বন্দুক? মাত্র ৩১ ইঞ্চির এই বন্দুকের ওজন ১ কেজি। পাঁচ থেকে দশ রাউন্ডের ২২ ক্যালিবার বুলেটের ম্যাগাজিন লাগানো যায়। দাম ৩৮৯ মার্কিন ডলার। জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই রমরমিয়ে যা বিকোচ্ছে খোলা বাজারে। আমেরিকায় আগ্নেয়াস্ত্র রাখার অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত। কিন্তু এই আইনের অপব্যবহার করেই বিভিন্ন সময় ঘটেছে নৃশংস সব হত্যাকাণ্ড। বন্দুকের এই সহজলভ্যতা রোখা না গেলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, তা বারবার বলেছে ওয়াকিবহাল মহলের একাংশ। কিন্তু এরপরও তেমন কোনও পদক্ষেপ নজরে আসেনি। এই পরিস্থিতিতে এবার ছোটদের জন্য এমন বন্দুকের আগমন যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে তাতে নিশ্চিত অনেকেই।
এর আগেও বাজার ধরতে দেশের তরুণ সম্প্রদায়ের নজর কাড়তে রংচঙে ও অপেক্ষাকৃত হালকা বন্দুক এনেছে বন্দুক নির্মাতা সংস্থাগুলি। এবার আরও একধাপ এগিয়ে ছোটদের জন্য়ই বন্দুক নিয়ে আসার ঘটনা ঘটল। মার্কিন মুলুকে হিংসা নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্তা জশ সুগারম্যান বলেছেন, ”প্রথম দেখাতেই মনে হবে কোনও বীভৎস রসিকতা। কিন্তু দ্বিতীয় দেখাতেই বোঝা যায় এটা কেবল বীভৎসই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.