Advertisement
Advertisement
Dog

৩ বছর পরে মিলল নিরুদ্দেশ কুকুরের খোঁজ! মাইক্রোচিপই খুঁজে দিল পোষ্যকে

মাইক্রোচিপ কীভাবে দিল খোঁজ?

US family reunites with lost dog। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 11, 2023 7:37 pm
  • Updated:August 11, 2023 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওরা ‘না-মানুষ’। তবু ওদের সঙ্গে মানুষের বন্ধুত্ব চিরকালের। প্রাগৈতিহাসিক সময় থেকেই। প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ পেয়েছেন ৩০ হাজার বছর আগেও কুকুরের (Dog) মানুষের পোষ্য হয়ে ওঠার। এহেন প্রিয় ‘বন্ধু’ আচমকা হারিয়ে ভেঙে পড়েছিলেন রেক্স ও ব্রিটনি স্মিথ। কিন্তু ৩ বছর পরে, যখন সব আশাই নিঃশেষিত, আচমকাই খোঁজ মিলেছে তাঁদের এক পোষ্যের। স্বাভাবিক ভাবেই এমন ‘পুনর্মিলনে’র খবরে নেটিজেনদের চোখে জল।

টেক্সাসের স্মিথ দম্পতির ছিল জোড়া পোষ্য জ্যাক ও জিল। ২০২০ সালের জুলাই মাসে আচমকাই নিখোঁজ হয়ে যায় দুই পিটবুল। লিফলেট বিলি করা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট- চেষ্টার কসুর করেননি রেক্স-ব্রিটনি। কিন্তু খোঁজ মেলেনি। স্বাভাবিক ভাবেই আশা ছেড়ে দিয়েছিলেন তাঁরা। এহেন অবস্থায় প্রায় ৩০০ মাইল থেকে এল খবর। জিলকে খুঁজে পেয়ে ফোন করেছেন এক অপরিচিত!

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ডে প্রথম জয় পেল মহামেডান, হারাল ইন্ডিয়ান নেভিকে]

কীভাবে সম্ভব হল এই ‘অসম্ভব’? আসলে দুই কুকুরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল মাইক্রোচিপ। সেই চিপের সন্ধান পেয়েছিলেন জনৈক ব্যক্তি। আর সেখান থেকেই রেক্সের ফোন নম্বরেরও। যার সূত্র ধরেই সম্ভব হল কুকুরের মালিকের কাছে কুকুরকে ফিরিয়ে দেওয়া। জিলকে এতদিন পরে ফিরে পেয়ে উচ্ছ্বসিত রেক্স ও ব্রিটনি। ব্রিটনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”আমি ভাবতে পারিনি আমাদের কুকুরটিকে আবার ফেরত পাব। ওরা দুর্দান্ত।”

[আরও পড়ুন: Durand Cup Derby 2023: কেমন হতে পারে মেগা ডার্বির দুই দলের প্রথম একাদশ? জানতে পড়ুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement