সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই মনে-প্রাণে ভালবাসতেন একজনকে। স্বপ্ন দেখেছেন, প্রিয় মানুষটি এসে গলায় বরমালা পরিয়ে দিচ্ছেন। অবশেষে মন্দিরে দাঁড়িয়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করে ফেললেন সেই প্রিয়জনকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক আইন পড়ুয়া তরুণীর বিয়ের এই গল্প আর পাঁচজনের মতোই। তবে পাত্র কোনও সাধারণ মানুষ নন, স্বয়ং ভগবান কৃষ্ণ(Lord Krishna) ! মথুরার (Mathura) মন্দিরে দাঁড়িয়ে তাঁদের বিয়ের ঘটনা ছড়িয়ে পড়েছে সকলের মুখে মুখে।
জানা গিয়েছে, বছর ৩০এর আইন পড়ুয়া তরুণীর নাম রক্ষা। গত বছর জুলাই মাসে বাবার সঙ্গে বৃন্দাবন বেড়াতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই সিদ্ধান্ত নেন, ভগবান কৃষ্ণই হবেন তাঁর স্বামী। রক্ষা বলেন, “বৃন্দাবন (Vrindavan) থেকে ঘুরে আসার পরে বারবার স্বপ্ন দেখতাম, ভগবান কৃষ্ণ আমার গলায় মালা পরিয়ে দিচ্ছেন।”
পরিবারের সদস্যদেরও এই বিষয়টি জানিয়ে দেন রক্ষা। তাঁর বাবা, অবসরপ্রাপ্ত অধ্যাপক রঞ্জিৎ সিং সোলাঙ্কি বলেন, “ভগবান কৃষ্ণের প্রতি মেয়ের ভালবাসা ও নিষ্ঠা দেখে আমিও আর আপত্তি করতে পারিনি। তাই সময়মতো বিয়ের যাবতীয় আয়োজন করেছি। ধুমধাম করেই মেয়ের বিয়ে হয়েছে। “
গত ১১ মার্চ ভগবান কৃষ্ণের মূর্তি নিয়ে বরযাত্রীরা রক্ষার বাড়িতে পৌঁছন। সেখান থেকে যুগলে উপস্থিত হন বিয়ের আসরে। প্রথা মেনেই আগুনের চারপাশে সাত পাক ঘোরেন রক্ষা। কৃষ্ণের মূর্তি কোলে নিয়েই বিয়ের সমস্ত নিয়ম পালন করেন তাঁরা। নতুন জামাইবাবুকে পেয়ে খুবই খুশি রক্ষার বোন। হাসিমুখে বলেন, “এবার ভগবানও আমাদের আত্মীয় হয়ে গেলেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.