Advertisement
Advertisement
UP man claims snake entered his body

শৌচকর্মের সময় যৌনাঙ্গ দিয়ে শরীরে ঢুকেছে সাপ! যুবকের আজব দাবিতে হতভম্ব চিকিৎসকেরা

পরীক্ষা-নিরীক্ষার পর কী জানা গেল?

UP man claims snake entered his body । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:April 7, 2023 8:06 pm
  • Updated:April 7, 2023 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে শৌচকর্ম সারার সময় যৌনাঙ্গ দিয়ে শরীরে ঢুকেছে সাপ! আর তাই পেটে ব্যথা। যুবকের আজব দাবিতে হতচকিত চিকিৎসকেরা। চোখ কপালে ওঠার জোগাড় তাঁদের।

ঠিক কী হয়েছে? মহেন্দ্র নামে ওই যুবক উত্তরপ্রদেশের দেহাত কোতয়ালির বানিয়ানি পুরওয়া গ্রামের বাসিন্দা। গত সোমবার অন্যান্য দিনের মতো মাঠে শৌচকর্ম সারতে যান। বাড়ি ফিরে আসার পর রাত থেকে পেটে ব্যথা শুরু হয় বলেই দাবি যুবকের। যন্ত্রণা সহ্য করতে না পেরে হরদোই মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে যান। চিকিৎসকদের সমস্যার কথা জানান।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]

পেটে ব্যথার সম্ভাব্য কারণও উল্লেখ করেন। যুবক জানান, শৌচকর্ম করার সময় একটি কালো সাপ তাঁকে কামড়ে দেয়। শুধু তাই নয়, যৌনাঙ্গ দিয়ে শরীরের ভিতরে ঢুকে পড়েছে আস্ত সাপ। যুবকের দাবি শুনে চিকিৎসকদের চোখ কপালে ওঠার জোগাড়। এমনও হতে পারে, একে অপর ফিসফিসিয়ে সেই প্রশ্নই করতে থাকেন।

পেটে ব্যথার আসল কারণ খুঁজতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতে অবশ্য এমন কিছুই ধরা পড়েনি। যুবকের শরীরে তেমন কোনও অস্বাভাবিকতাও লক্ষ্য করা যায়নি। চিকিৎসক জানান, অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে ওই যুবকের পেটে ব্যথা হয়। তবে যুবক কেন এমন দাবি করলেন, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: ভুয়ো ওয়েবসাইট তৈরি করে জালিয়াতি কুন্তলদের! রহস্যভেদে গুগলের দ্বারস্থ CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement