Advertisement
Advertisement
Guinness

বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিক! গিনেস বুকে নাম তুলল উত্তরপ্রদেশের কিশোর

কত লম্বা চুল?

UP Boy From Noida Sets Guinness World Record For Longest Hai | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 20, 2023 6:02 pm
  • Updated:September 20, 2023 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে লম্বা চুল ছিল নারীর ঐশ্বর্য। তেল, শ্যাম্পুর বিজ্ঞাপনে সেই উল্লেখও থাকত। দিনকাল বদলছে। ইদানীংকালে বহু মহিলা ছোট চুলেই সুন্দর। অপরপক্ষে পনিটেল, ঝাঁকড়া লম্বা চুল রাখছেন বহু মাচো পুরুষ। এই বাজারে বিশ্বের সবথেকে লম্বা চুল রাখার জন্য গিনেস বুকে (Guinness World Record) নাম তুলল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক কিশোর। তবে কিনা পুরুষদের মধ্যেই এই রেকর্ড গড়েছে সে। কত লম্বা চুল?

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বাসিন্দা বছর ১৫-র শিখ কিশোরের নাম সিদাকদীপ সিং চাহাল। ধর্মীয় রীতির কারণেই জন্মের পর থেকে কখনই চুল কাটেনি সে। দেড় দশক ধরে বাড়তে বাড়তে সেই চুলের দৈর্ঘ্য এখন ৪ ফুট ৩ ইঞ্চি। যা একজন পুরুষ হিসেবে বিশ্বের সবচেয়ে লম্বা চুল। এই কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তার। গিনেস কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্ট করেছে ইউটিউবে। ভাইরাল হয়েছে তা। কিশোরের চুল দেখে অবাক সকলে। লম্বা তো বটেই, পাশাপাশি নিয়মিত পরিচর্যায় ঝলমল করছে চুল।

Advertisement

[আরও পড়ুন: সুস্বাদু পরোটা এভাবে তৈরি হয় জানলে খাবেন? ভাইরাল ভিডিও নিয়ে মতভেদ নেটপাড়ায়]

গিনেস বুকে নাম ওঠায় বেজায় খুশি কিশোর। সিদাকদীপ বলেছে, “আমি শিখ ধর্মাবলম্বী। আমাদের ধর্মে চুল কাটা নিষেধ। এই ধরনের লম্বা চুল পাওয়ার জন্য অনেক যত্ন নিতে হয়েছে চুলের। আমার পরিবারের সমর্থন না থাকলে বিষয়টি কখনওই সম্ভব হত না। ছোটবেলা থেকেই আমার মা আমার চুলের পরিচর্চা করতেন।”

[আরও পড়ুন: ‘আপনিও তো কলার ধরেছিলেন’, সোনিয়াকে তোপ বিজেপি সাংসদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement