সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ মানেই ভয়ংকর সব মারণ অস্ত্র। কিন্তু যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র কী? সম্ভবত প্রেম। সে কথাই প্রমাণ করলেন এক ইউক্রেনীয় সেনা (Ukrainian Army)। তিনি যুদ্ধক্ষেত্রেই এক ইউক্রেনীয় তরুণীকে প্রেম নিবেদন করলেন। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও (Viral Video)।
রুশ (Russia) হামলার পর থেকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) এমন সব ঘটনা সামনে আসছে, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছে গোটা বিশ্ব। ক’দিন আগেই এক ইউক্রেনীয় যুগল যুদ্ধক্ষেত্রে বিয়ে সারেন। দু’জনেই সেনাকর্মী। তার আগে ওডেশা (Odessa) শহরে বাঙ্কারে বিয়ে করেছিলেন এক ইউক্রেনীয় যুগল। বাইরে তখন আছড়ে পড়ছিল রুশ গোলা।
এদিনের ঘটনাটি ইউক্রেনের ঠিক কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে যুদ্ধবিধ্বস্ত দেশের ২ মিনিটের ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা।
ভিডিওটিতে দেখা গিয়েছে সেনার একটি চেকপোস্ট, যেখানে সাধারণ নাগরিকদের গাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইউক্রেনীয় সেনা। ওই সময় একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন এক ইউক্রেনীয় তরুণী। হঠাৎই তাঁর সামনে হাঁটু মুড়ে বসে পড়েন এক ইউক্রেনীয় সেনা। যাঁর হাতে ছিল একটি আংটি ও একথোকা ফুল। আংটি ও ফুল সুন্দরী তরুণীর দিকে এগিয়ে ধরে প্রেম নিবেদন করেন তিনি। ঘটনার প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন তরুণী। জরিয়ে ধরেন তরুণ সেনাকর্মীকে। গোটা দৃশ্যটিকে ভিডিও করতে দেখা যায় উপস্থিত সেনাকর্মী ও সাধারণ নাগরিকদের।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিবিএস মিয়ামির সঞ্চালক কেন্ডিস গিবসন। দ্রুত ভাইরাল হয় যা। সকলেই বলছেন, ইউক্রেনীয় তরুণের এই প্রেম নিবেদনের ভিডিওটি বোমা-গুলি-বারুদের বিরুদ্ধে, নিরীহ মানুষের মৃত্যুর বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। এক নেটিজেন লিখেছেন, “যুদ্ধ নয়, এভাবেই ভালবাসার প্রসার হোক”।
প্রসঙ্গত, একটি পরিসংখ্যান বলছে, তেরোদিনের যুদ্ধে ২০২টি স্কুল, ৩৪টি হাসপাতাল নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সাধারণ বসতি অঞ্চলের ১৫০০টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। দেশের ৯০০টি গুরুত্বপূর্ণ ভবনের জল ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মৃত অসংখ্য। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ‘মৃত্যুপুরী’ ইউক্রেন ছেড়েছেন ১৭ লক্ষ মানুষ। এই ধ্বংসের বিরুদ্ধেই প্রেমের বার্তা দিলেন এক তরুণী ও একজন ইউক্রেনীয় সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.