সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেক্সপিয়র যতই দাবি করুন, নামে কিছু এসে যায় না, এটা কি অস্বীকার করা যায় যে নাম এমন এক বিষয় যাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়? কত সব বিচিত্র নাম দেখা যায়। তাদের মালিকদের যে কারণে পড়তে হয় বিড়ম্বনায়। এবার জানা গেল, এক সদ্যোজাত কন্যার নাম নাকি রাখা হয়েছে পকোড়া! হ্য়াঁ, ব্রিটিশ এক দম্পতির কাণ্ডে তাজ্জব নেট দুনিয়া।
কিন্তু কেন? কেন এমন আজব নামকরণ? কারণটাও সহজেই অনুমেয়। ভারতীয় তেলেভাজা ‘পকোড়া’ (Pakora) খেতে বেজায় ভালবাসেন আয়ারল্যান্ডের শিশুটির মা-বাবা। গত ২৪ আগস্ট ভূমিষ্ঠ হয় তাঁদের সন্তান। এরপরই স্থির করা হয়, নতুন শিশুর নাম ভারতীয় এই খাবারের নামেই রাখবেন তাঁরা। আসলে নিউটাউন অ্যাবির ‘দ্য ক্যাপ্টেনস টেবিল’ নামের এক রেস্তরাঁয় খেতে যেতেন ওই দম্পতি। সেখানকার ভারতীয় খাবারের প্রতি আকৃষ্ট হন তাঁরা। এর মধ্যে পকোড়ার আকর্ষণ সবচেয়ে বেশি। তাই শেষ পর্যন্ত ওই নামই রাখা মনস্থ করে ফেলেন দু’জনে মিলে।
NEVER DELETING FACEBOOK pic.twitter.com/AtRir63IBn
— Evan Powell (@EvanPowell03) August 31, 2022
রেস্তরাঁটির তরফে টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, ‘এই প্রথম! পকোড়াকে স্বাগত। তোমার সঙ্গে দেখা করার আর তর সইছে না।’ সেই সঙ্গে তারা শেয়ার করেছে শিশুটির বাবার দেওয়া একটি নোট। যেখানে জানানো হয়েছে, ‘আমার স্ত্রী আমাদের নবজাতককে পকোড়া নামে ডেকেছে। ‘দ্য ক্যাপ্টেনস টেবিলে’ আমার স্ত্রীর প্রিয় ডিশের নামেই এই নামকরণ।’
স্বাভাবিক ভাবেই পকোড়া যে কারও নাম হতে পারে তা জেনে অবাক হয়েছেন নেটিজেনরা। নানা মজার মন্তব্য জমা পড়েছে কমেন্ট সেকশনে। একজন লিখেছেন, ‘আহা! আমি যদি আমেরিকাতেও আপনাদের প্রিয় খাবারটা পেতাম। চিকেন পকোড়া স্যান্ডউইচ… ইয়াম! আর বাচ্চাটিও মিষ্টি।’ আরেকজন মজা করে লিখেছেন, তিনি তাঁর ভাগ্নের নাম সেই কারণেই রেখেছেন টমেটো সস।
ভাবতে বসলে মনে পড়ে যায় সুকুমার রায়ের ‘হযবরল’র হিজবিজবিজের কথা। সে জানিয়েছিল, একজন সব কিছুরই বিচিত্র নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, গাড়ুর নাম ছিল পরমকল্যাণবরেষু। কিন্তু কারও নাম পকোড়া রাখার আইডিয়া তার মাথাতেও আসেনি। এদিক দিয়ে সকলকেই যেন টেক্কা দিয়ে বসলেন ওই দম্পতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.