Advertisement
Advertisement
UK Man

শরীরে ৬৬৭ বার মেয়ের নাম! ট্যাটু করিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাবা

২০১৭ সালেও মার্ক ট্যাটুর জন্য রেকর্ড গড়েছিলেন।

UK man created world record with tattoos of daughter's name। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 13, 2023 3:18 pm
  • Updated:September 13, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের প্রতি অদম্য ভালোবাসা। তাকেই খোদাই করে রাখলেন বাবা। নিজেরই শরীরে। চামড়া ফুঁড়ে লিখিত রইল আত্মজার নাম। এক বার নয়। বারবার। এমনই আশ্চর্য অপত্যপ্রেমের সাক্ষী হল গিনেস বুক। শরীরে মেয়ের নাম ৬৬৭ বার ট্যাটু করে রেকর্ড গড়ে ফেললেন ইংল্যান্ডের এক ব্যক্তি। একবার নয়, দু-দু বার। 

ইংল্যান্ডের বাসিন্দা ৪৯ বছরের মার্ক ওয়েন ইভান। ২০১৭ সালেও মার্ক ট্যাটুর (Tattoo) জন্য রেকর্ড তৈরি করেছিলেন। সে সময় তিনি পিঠে তাঁর মেয়ে লুসির নাম ২৬৭ বার লিখিয়েছিলেন। একই নামের ট্যাটুর জন্য মার্কের নাম উঠেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record)। কিন্তু ২০২০ সালে মার্কের সেই রেকর্ড ভেঙে দেন দিয়েদ্রা ভিগলি নামে এক মহিলা। তিনি আমেরিকার বাসিন্দা। দিয়েদ্রা নিজের নামের ৩০০টি ট্যাটু করিয়েছিলেন। ফলে রেকর্ড হাতছাড়া হয়ে যায় মার্কের।  

Advertisement

[আরও পড়ুন: রেড ওয়াইনের বন্যা! পর্তুগালের রাস্তায় ছুটল লাল তরলের স্রোত! ভাইরাল ভিডিও]

[আরও পড়ুন: খয়েরি জবা গাছে লাল টকটকে ফুল! অবাক কাণ্ড বর্ধমানে, কী করে সম্ভব?]

তবে হাল ছাড়ার পাত্র ছিলেন না মার্ক। নিজের হারানো উপাধি ফিরে পেতে মরিয়া ছিলেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু পিঠে তো আর জায়গা নেই। অগত্যা দু’পায়ে ৪০০টি ট্যাটু করিয়ে ফেলেন মার্ক। দু’পায়ে ২০০টি করে ট্যাটু করানোর পর উচ্ছ্বসিত হয়ে মার্ক বলেন, “রেকর্ড ফিরে পাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা আমি আমার মেয়েকে উৎসর্গ করলাম।”

জানা গিয়েছে, দু’জন ট্যাটু শিল্পী মিলে এক ঘণ্টা ধরে ট্যাটুগুলি করেছেন। এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের কোনও পরিকল্পনা নেই মার্ক ও তাঁর স্ত্রীর। তবে ভবিষ্যতে যদি তাঁদের আবার সন্তান হয়, তাহলে আরও এই ট্যাটু দিয়ে বড় কোনও কাণ্ড ঘটাবেন মার্ক। স্নেহ আর অধ্যাবসায়ের এমন আশ্চর্য মিলন দেখে তাজ্জব সকলে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement