সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিকল্পিত বিমান বিভ্রাট। একে অপরের টিকিট বদলে ভিন্ন গন্তব্যে পৌঁছে গেলেন দুই বিদেশি। অভিযোগ, মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) শৌচালয়ে টিকিট বদল করেন তাঁরা। এভাবেই যাঁর কাঠমান্ডু (Kathmandu) যাওয়ার কথা ছিল তিনি পৌঁছে যান লন্ডনে (London), যিনি লন্ডনে যাবেন বলে টিকিট কেটেছিলেন, তিনি পৌঁছে যান নেপালের রাজধানী শহরে। যদিও শেষ পর্যন্ত ধরা পড়ে যান উভয়েই। অভিযুক্ত দুই বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই বিমানবন্দরের কাছে একটি হোটেলে একসঙ্গে ছিলেন অভিযুক্ত শ্রীলঙ্কান এবং জার্মান নাগরিক। সেখানেই তাঁরা টিকিট বদলের পরিকল্পনা করেন। সেই মতো বিমানের সময় মতো বিমানবন্দরে পৌঁছে টিকিট বদলে ফেলেন। এর পরই লন্ডনগামী বিমানে উঠে পড়েন ২২ বছর বয়সি শ্রীলঙ্কান নাগরিক। কাঠমান্ডুর বিমানে উঠে পড়েন ৩৬ বছরের জার্মান যাত্রী। কিন্তু এমন কাণ্ড করলেন দুই যুবক?
পুলিশি হেফাজতে থাকা শ্রীলঙ্কান যুবকের দাবি, তিনি কেরিয়ারের আরও ভাল সুযোগের পেতে লন্ডনে যেতে চেয়েছিলেন। সেই কারণেই জার্মান যুবকের সঙ্গে এমন পরিকল্পনা করেছিলেন। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিমানে টিকিট পরীক্ষার সময় শ্রীলঙ্কান যুবক ধরা পড়ে যান। বিমানকর্মীরা দেখেন, টিকিটের সঙ্গে পাসপোর্টে বিমানের সময়ের মিল নেই। এমনকী পাসপোর্টটি ভুয়ো বলেও অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে অবশ্য লন্ডনে পৌঁছে গিয়েছিলেন শ্রীলঙ্কান যুবক। কিন্তু ধরার পড়ার পর তাঁকে মুম্বইয়ে ফেরত পাঠানো হয়। অন্যদিকে কাঠমান্ডু থেকে ফেরত পাঠানো হয় জার্মান যুবককেও। মুম্বই বিমানবন্দরে পুলিশ গ্রেপ্তার করে দুই বিদেশি নাগরিককে। তাঁদের পাসপোর্টগুলি আসল কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার অন্য কোনও ষড়যন্ত্র আছে কিনা, গোটা প্রক্রিয়ার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.