সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেশনে থামার কথা ছিল। কিন্তু যাত্রীদের না নিয়েই হু হু করে এগিয়ে গেল ট্রেন (Train)। কিছুক্ষণ পরে ভুল বুঝতে পেরে আবার ৫০০ মিটার পিছু হটে স্টেশনে ফিরে এল ট্রেন। অদ্ভুত ঘটনাটি ঘটেছে বিহারের মাঞ্জি স্টেশনে।
গত বুধবার বিহারের (Bihar) চাপড়া থেকে ফারুখাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল উৎসর্গ এক্সপ্রেস। সেই ট্রেনে চাপার জন্যই মাঞ্জি স্টেশনে দাঁড়িয়েছিলেন কয়েকজন যাত্রী। কিন্তু ট্রেনটি স্টেশনে না দাঁড়িয়েই বেরিয়ে যায়। কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পারেন লোকো পাইলট দয়াশঙ্কর এবং গার্ড এস কে শ্রীবাস্তবও। এর পর মাঞ্জি স্টেশনে অপেক্ষারত যাত্রীদের আবার ট্রেনে চাপাতে ট্রেনটিকে নিয়ে পিছিয়ে আসেন তাঁরা। তবে পিছনে ফিরে আসার আগে সিগন্যালের কারণে ট্রেনটিকে একটি সেতুর উপর প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল।
রেল সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। বারাণসী বিভাগের জনসংযোগ আধিকারিক (পিআরও) অশোক কুমার বলেন, “বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে। ট্রেনটি উল্টোপথে মাঞ্জি সেতু থেকে মাঞ্জি স্টেশনে ফিরে যায়। তদন্ত রিপোর্ট আসার পর দায়ী সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, মাসকয়েক আগে রেল কর্মীদের গাফিলতিতেই ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.