Advertisement
Advertisement

Breaking News

Bihar

‘পথভোলা’ ট্রেন নামল চাষের জমিতে! অশ্বিনীকে ‘রিলমন্ত্রী’ কটাক্ষ কংগ্রেসের

এবারের বিহারের গয়ায় লাইনচ্যুত রেলের ইঞ্জিন।

Train Engine Spotted In Field In Bihar's Gaya, Pic Goes Viral
Published by: Amit Kumar Das
  • Posted:September 15, 2024 5:33 pm
  • Updated:September 15, 2024 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লৌহ সড়কে রুচি নেই! মোদি জমানায় তাই সুযোগ পেলেও লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ছে ট্রেন। দেশের নানা প্রান্তে একের পর এক ‘পথভোলা’ ট্রেনের দৌলতে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় এবার নবতম সংযোজন বিহারের গয়া। কু ঝিক ঝিক করতে করতে এবার সোজা চাষের জমিতে হাজির হল আস্ত ট্রেন। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে এমন একাকি ট্রেনের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতীয় রেলকে নিয়ে বয়ে গেল কটাক্ষের বন্যা।

জানা গিয়েছে, এই ঘটনা ওয়াজিরগঞ্জ এবং কোলহ‌না স্টেশনের মাঝে রঘুনাথপুর গ্রামে। শুক্রবার সন্ধেয় লুপ লাইন ধরে গয়ার দিয়ে যাচ্ছিল রেলের একটি ইঞ্জিন। যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে সোজা খোলা মাঠে চলে আসে সেটি। রেল সূত্রে অবশ্য জানা গিয়েছে এই দুর্ঘটনায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে বিষয়টি নজরে পড়তেই মাঠের মধ্যে ভিড় জমান স্থানীয় জনতা। অনাহূত অতিথির সঙ্গে চলতে থাকে সেলফি। দুর্ঘটনার খবর পেয়ে পথভোলা ট্রেনকে রেলপথে তুলে আনতে তৎপর হন রেল কর্তারা। যদিও কীভাবে এই দুর্ঘটনা ঘটনা তা নিয়ে মুখ খুলতে নারাজ রেল আধিকারিকরা।

Advertisement

এদিকে লাইনচ্যুত হয়ে মাঠে নেমে আসা ট্রেনের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই রেলকে নিয়ে শুরু হয় কটাক্ষ। খোদ কংগ্রেসও সরব হয় রেলের এমন অধঃপতন নিয়ে। অশ্বিনী বৈষ্ণবকে ‘রিলমন্ত্রী’ কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে লেখা হয়, মাননীয় রেলমন্ত্রী, বিহারে একটি ছোট ঘটনা ঘটে গিয়েছে। একটি রেল ইঞ্জিন পথ চলতে চলতে সোজা চাষের জমিতে চলে গিয়েছে। ভিডিও দিলাম আপনি বরং এটি ব্যবহার করে একটি রিল বানিয়ে ফেলুন।

পাশাপাশি আরটিআই-এর সাম্প্রতিক রিপোর্টও তুলে ধরা হয়েছে কংগ্রেসের তরফে। যেখানে দাবি করা হয়েছে, ‘২০২৩-২৪ এই এক বছরের মধ্যে রেল দুর্ঘটনায় ৩১৩ জন যাত্রী ৪ রেলকর্মী প্রাণ হারিয়েছেন। এমন ভয়াহব ফটনার পরও দেশের রেলমন্ত্রী দুর্ঘটনাকে ছোট ঘটনা বলে উল্লেখ করেন। প্রতিদিন কোথাও না কোথাও রেল দুর্ঘটনা ঘটছে কিন্তু মোদি সরকারের কিছু যায় আসে না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement