Advertisement
Advertisement

Breaking News

Tomato

টমেটো বেচেই কোটিপতি! ৪৫ দিনে ৩ কোটি কামালেন এই কৃষক

বিরলগোত্রীয় টমেটো ফলানোর সুফল পেলেন তিনি।

Tomato farmer from Andhra turns millionaire। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 30, 2023 4:46 pm
  • Updated:July 30, 2023 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টমেটোর (Tomato) বাজার যে আগুন তা আর আমজনতার কাছে কোনও নতুন খবর নয়। আর এই বাজারেই টমেটো বেচে কোটিপতি হয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের চিত্তোরের এক কৃষক। মাত্র দেড় মাস অর্থাৎ ৪৫ দিনে তাঁর রোজগার হল ৩ কোটি টাকা!

চন্দ্রমৌলি নামের ওই কৃষকের ২২ একর চাষের জমি রয়েছে। সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে বিরলগোত্রীয় টমেটো গাছ রোপণ করেন। রীতিমতো অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেন তিনি। যে কারণে দ্রুত ফলনের সুফলও পান। জুনের শেষে খেতের টমেটোগুলি তিনি বাজারজাত করেন। আর তারপরই ঘটে যায় ম্যাজিক।

Advertisement

[আরও পড়ুন: মসজিদের ভিতর নাবালিকাকে জোর করে চুমু মৌলবীর! ভিডিও ভাইরাল হতেই উঠল গ্রেপ্তারির দাবি]

কর্ণাটকের কোলার মার্কেটে পরবর্তী মাস দেড়েক সময়ে তিনি বিক্রি করেন ৪০ হাজার বাক্স টমেটো। ১৫ কেজির টমেটো ক্রেটের দাম ছিল ১ হাজার থেকে দেড় হাজার টাকা। সব মিলিয়ে সবশুদ্ধ ৪ কোটি টাকার টমেটো বিক্রি করেন তিনি। কিন্তু ওই ২২ একর জমিতে টমেটো চাষের খরচই প্রায় ১ কোটি টাকা। বিপুল অর্থ বিনিয়োগ করার সুফলও পেয়ে গিয়েছে তিনি। একলপ্তে লাভের অঙ্ক ছুঁয়েছে ৩ কোটির ঘর। স্বাভাবিক ভাবেই বেজায় খুশি চন্দ্রমৌলি।

[আরও পড়ুন: ‘কত রান করেছিল আপনার ছেলে?’ পরিবারতন্ত্র নিয়ে শাহকে পালটা দিলেন স্ট্যালিনের ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement