Advertisement
Advertisement
Toddler finds mom

ঘোমটায় মুখ ঢাকা ৪ মহিলা, স্পর্শেই মাকে চিনল খুদে, দেখুন মন ভাল করা মিষ্টি ভিডিও

মা এবং ছেলের লুকোচুরি খেলায় মন মজেছে নেটিজেনদের।

Toddler finds mom from hiding among women dressed in similar sarees, video goes viral on social media । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 12, 2022 5:00 pm
  • Updated:March 12, 2022 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান এবং মায়ের আত্মিক টান কার্যত তুলনাহীন। দু’জনই দু’জনকে ছাড়া যেন কিছুই ভাবতে পারেন না। মায়ের গায়ের গন্ধই যে অন্যরকম। তাই তো মাকে চিনে নেওয়ার জন্য প্রয়োজন নেই মুখ দেখার। শুধু স্পর্শই মাকে চেনার জন্য যথেষ্ট। ঘোমটায় মুখ ঢাকা চার মহিলার মধ্যে থেকে নিজের মাকে খুঁজে বের করে সেটাই প্রমাণ করল ওই খুদে। 

ভাইরাল ওই ভিডিওর শুরুতেই শিশুকে দরজা দিতে ঘরে ঢুকতে দেখা যায়। ওই ঘরেই বিছানায় বসে রয়েছেন চারজন মহিলা। তাঁদের পরনে হলুদ রংয়ের শাড়ি। হাতে চুড়ি। মুখ ঢাকা ঘোমটায়। তারা সবাই শিশুকে ডাকছে। এক মহিলা শিশুকে কোলে টেনে তুলে নেওয়ার চেষ্টাও করেন। মা ভেবে প্রথমে কোলে উঠতে চেয়েছিল সে। তবে মুহূর্তের মধ্যে ভুল ভাঙে। আবার ওই চার মহিলাকে ভাল করে দেখতে শুরু করে। একেবারে শেষে বসে থাকা মহিলার দিকে এগিয়ে যায় সে। এরপর হাত বাড়িয়ে সোজা মায়ের কোলে উঠে পড়ে। মায়ের কোলে বসার পর একগাল হাসি হাসতেও দেখা যায় খুদেকে।

Advertisement

[আরও পড়ুন: আগামী সপ্তাহে ৩ দিন বন্ধ কলকাতার এই রুটের মেট্রো পরিষেবা]

ঘোমটা দিয়ে মুখ ঢাকা চার মহিলার মাঝখান থেকে মাকে খুঁজে বের করার ভিডিওটি শেয়ার করে status.fan.tranding। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি মন ছুঁয়েছে সকলের। গত ৬ মার্চ পোস্ট করা ভিডিও লাইক, শেয়ার বাড়ছে হু হু করে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SFT (@status.fan.tranding)

মন্তব্য বাক্সে বইছে কমেন্টের ঝড়। খুদের বুদ্ধির তারিফ করেছেন কেউ কেউ। তবে নেটিজেনদের একাংশের মতে, মায়ের গায়ের গন্ধই অন্যরকম। তাই মায়ের মুখ দেখা গেল কিনা, তাতে কিছুই আসে যায় না বলেই দাবি নেটিজেনদের।

Screeeshot

কেউ আবার বলছেন, একেই বোধহয় বলে নিঃশর্ত ভালবাসা।

Screeeshotআপাতত মা এবং ছেলের মিষ্টি লুকোচুরি খেলায় মন মজেছে নেটিজেনদের। ভিডিও দেখে আবেগে ভাসছেন প্রায় সকলেই। 

[আরও পড়ুন: ৪ রাজ্যে জিতেই চাকুরিজীবীদের সঞ্চয়ে কোপ! ৪৪ বছর পর সর্বনিম্ন ইপিএফের সুদের হার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement