Advertisement
Advertisement
Delhi

সুঠাম দেহ পেতে ৩৭টি চুম্বক, ৩৯টি কয়েন খেলেন যুবক! তার পর…

পেটে অসহ্য ব্যথা আর বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন যুবক।

To consume more Zinc Delhi Man Swallows 39 Coins and 37 Magnets | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 27, 2024 5:23 pm
  • Updated:February 27, 2024 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবক বয়সে বলশালী তথা সুঠাম দেহ গঠনের ইচ্ছে থাকে সকলেরই। তার জন্য একদিকে যেমন শারীরিক কসরত প্রয়োজন, পাশাপাশি খেতে হয় পুষ্টিকর খাবার। তা সেই কাজই করতে চেয়েছিলেন দিল্লির বাসিন্দা এক যুবক। শরীরে জিঙ্কের প্রয়োজন। অতএব, সেই চাহিদা মেটাতে গুচ্ছের কয়েন আর চুম্বক খেয়ে ফেলেন যুবক। তার পর চূড়ান্ত কাণ্ড।

পেটে অসহ্য ব্যথা এবং বমির উপসর্গ নিয়ে রাজধানীর শ্রীগঙ্গারাম হাসপাতালে ভর্তি হন এক যুবক। শুরুতে চিকিৎসকরা রোগীকে নিয়ে ধন্দে ছিলেন। পরিবারের লোকেরা জানান, ২০ দিন ধরে খাওয়াদাওয়া বন্ধ করেছেন যুবক। সঙ্গে বমি হচ্ছে। এর পর তারাই জানান, গত কয়েক সপ্তাহ ধরে কয়েন এবং চুম্বক খাচ্ছিলেন যুবক। একথা শুনে চোখ কপালে ওঠে চিকিৎসকের। সঙ্গে সিটি স্ক্যান করান। তাতেই ধরা পড়ে, যুবকের অন্ত্রে আটকে রয়েছে বেশ কিছু কয়েন এবং চুম্বক।

Advertisement

 

[আরও পড়ুন: ‘হিরো’ সাজা বাইকচালকদের সতর্কবার্তা, রোহিতের বার্তা হাতিয়ার রাজ্য পুলিশের]

দ্রুত অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন শ্রীগঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা। তাতেই যুবকের পেট থেকে বের হয় ১, ২ এবং পাঁচ টাকার ৩৯টি কয়েন। আরও মিলেছে গোল, চ্যাপ্টা, ত্রিকোণ, এ রকম নানা আকৃতির প্রায় ৩৭টি চুম্বক। গোটা ঘটনায় স্তম্ভিত হন ওই হাসপাতালের চিকিৎসকরা। কয়েন এবং চুম্বক খাওয়ার বিষয়ে যুবককে প্রশ্ন করা হল তিনি জানান, শুনেছিলেন সুঠাম দেহ গঠনে জিঙ্কের একটা বড় ভূমিকা রয়েছে। কয়েন এবং চুম্বকে যে হেতু বেশি পরিমাণে জিঙ্ক থাকে, তাই চটজলদি সুঠাম দেহ তৈরি করতেই তিনি সেগুলি খেয়েছেন।

 

[আরও পড়ুন: আড়াই বছরে ২৫ বার, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের করা সিবিআই মামলার শুনানি

উপকার তো দূর, এর ফলে যে তিনি মরে যেতে পারতেন, জানতেন যুবক। চিকিৎসকরা জানানোর পর আতঙ্কিত হন। ততক্ষণে অবশ্য কয়েন ও চুম্বক বের করা হয়েছে যুবকের শরীর থেকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement