সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুর হলে প্রশ্ন ছিল না। পুলিশ কুকুর তো হামেশাই দুষ্কৃতীদের চিহ্নিত করে, বোমা কিংবা মাদক উদ্ধারেও পারঙ্গম তারা। তাই বলে হাতি! এমনকী সে প্রশিক্ষণপ্রাপ্ত কুনকি নয়। চিনে (China) মাদক পাচার রুখে দিয়ে খবরে এক বুনো হাতি। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। যা দেখে চমকে গিয়েছে নেটিজেনরা।
ঘটনাটি দক্ষিণ চিনের ইউনান প্রদেশের। মেংম্যান শহরের কাছে জঙ্গলের ভিতরের রাস্তা ডিঙোচ্ছিল বুনো হাতির একটি দল। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি গাড়ি। হাতির দলকে রাস্তা ডিঙোতে দেখে পুলিশকর্মীরা থমকান। তখনই আশ্চর্য কাণ্ড ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বুনোর হাতির দলটি দুলকি চালে জঙ্গলের রাস্তা ডিঙোচ্ছে। আচমকা একটি হাতি রাস্তার পাশে ঝোপের মধ্যে কিছু দেখে দাঁড়িয়ে পড়ে। এর পরই শুর দিয়ে একটি ছোট ব্যাগ তুলেই আছড়ে ফেলে।
Recently, a video about a wild Asian elephant “helping” the border police in Yunnan Province of southwest China by sniffing out a bag of opium went viral among Chinese netizens. #ChinaBiodiversity #PlanetMatters pic.twitter.com/8U5vTgidaM
— WatchTower 环球瞭望台 (@WatchTowerGW) August 24, 2023
এই ঘটনার পর হাতির দল রাস্তা ডিঙোলেও পুলিশকর্মীরা গাড়ি থেকে নেমে পড়েন। ব্যাগ কুড়িয়ে পরীক্ষা করে দেখেন তাঁরা। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় ২.৮ কিলোগ্রাম মাদক। মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। খোঁজ চলছে কারা ওই মাদক পাচারের জন্য জঙ্গলে ফেলে গিয়েছিল। এদিকে হাতির ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। কমেন্টবক্স উপচে পড়ছে গজরাজকে নিয়ে নেটিজেনদের প্রশংসা বার্তা। একজন লিখেছেন, “হাতি এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.