সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক অদ্ভুত ঘটনাই আজ ঘরে বসে দেখা যায়। তার মধ্যে কিছু আমাদের অবাক করে আর কিছু দেয় নির্ভেজাল আনন্দ। ইন্টারনেটের মাধ্যমে কোনও ছবি বা ভিডিও দেখে যেমন নতুন কিছু জানি বা শিখি তেমনি কয়েকটা ঘটনা আবার দুঃখও দেয়। তবে লকডাউনের বাজারে প্রায় সবাই যখন ঘরবন্দি অবস্থায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, তখন মায়ের সঙ্গে চিতার ছানাপোনাদের খুনসুটির একটি ভিডিও আপনার মন ভাল করবে বলেই মনে হয়।
Watching these little leopard cubs will make your day.
Fwd via WA. Not in India, looks like African Safari Park. pic.twitter.com/TPL4EPppc6— Sudha Ramen IFS
(@SudhaRamenIFS) April 19, 2020
সোমবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ৪৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন সুধা রমন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS)-এর এক আধিকারিক। তাতে দেখা যাচ্ছে, একটু দূরে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর তাদের সামনে দিয়ে দুলকি চালে রাস্তা পার হচ্ছে একটি চিতা ও তার দুই ছোট্ট শাবক। রাস্তার মাঝখানে গিয়ে আচমকা পিছন দিকে ঘুরে চলতে শুরু করল একটি শাবক। বিষয়টি দেখে তার ঘাড় কামড়ে ধরে রাস্তার ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করল মা চিতা। কিন্তু, কিছুতেই তাতে রাজি হচ্ছে না ওই শাবক। তার দেখাদেখি অন্য শাবকটি চলে এল রাস্তার মাঝখানে। তারপর মায়ের সঙ্গে সেখানেই খুনসুটি শুরু করল দুই ছানাপোনা। ভিডিওটির ক্যাপশনে সুধা লিখেছেন, আফ্রিকান সাফারি পার্কে ঘটা চিতা শাবকদের এই কাণ্ডকারখানা আপনাদের দিন ভাল করে দেবে।
ভিডিও পোস্ট হওয়ার কয়েকঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ সেটি দেখে ফেলেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বলছেন, অসাধারণ মন ভাল করে দেওয়া একটি ভিডিও। চিতার বাচ্চাগুলোও খুব মজাদার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.