সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মারণ এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। আর এই সুযোগে জঙ্গল ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পশুরাজ সিংহ থেকে শুরু করে বাঘ, হরিণ ও নীলগাই-সহ বিভিন্ন পশু। সমুদ্র সৈকতে এসেছে ঘুরছে ডলফিন। পাখির দল মনের আনন্দে খেলে বেড়াচ্ছে আকাশে। এবার একদল হাতিকে দেখা গেল নদীতে নেমে জলবিহারে মেতে উঠতে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে।
প্রভীন কাসওয়ান নামে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) -এর এক আধিকারিক ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি নদীতে ছানাপোনাদের নিয়ে জলবিহারে মত্ত রয়েছে একদল হাতি। কখনও শুঁড়ে করে জল নিয়ে একে অপরের শরীরে ছিটিয়ে দিচ্ছে তো কখনও হাঁটু ভেঙে বসে পড়ছে জলের মধ্যে। তাদের এই মজমস্তির ভিডিওটি পোস্ট করে প্রভীন কাসওয়ান ক্যাপশনে লিখেছেন, এই পবিবারটি একসঙ্গে স্নান করছে ও থাকছে। আপনারা কি কতগুলি হাতি রয়েছে তা গুনে বলতে পারবেন?
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই ভিডিওটি টুইটারে পোস্ট হওয়ার পরে এখনও পর্যন্ত ১৩ হাজার মানুষ এটি দেখে ফেলেছেন। তাঁদের মধ্যে কেউ হাতির সংখ্যা ১৪ তো কেউ ১৭ বলে উত্তরও দিয়েছেন। একজন টুইটারাট্টি লিখেছেন, এই দৃশ্য দেখে খুব আনন্দ পেয়েছিল। ভিডিওটি দেখে মনে পড়ছে উগান্ডার নীল নদীতে স্নান করতে থাকা জলহস্তীদের। ওখানেও মনের আনন্দে স্নান করতে দেখেছিলাম কয়েক’শো জলহস্তীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.