Advertisement
Advertisement
elephant

লকডাউনে গৃহবন্দি মানুষ, পরিবারের সদস্যদের নিয়ে জলবিহারে মত্ত গজরাজ

দেখুন অভিনব সেই স্নানের ভিডিও।

This viral video of an elephant family bathing in a river will make you smile
Published by: Soumya Mukherjee
  • Posted:May 4, 2020 5:12 pm
  • Updated:May 4, 2020 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মারণ এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। আর এই সুযোগে জঙ্গল ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পশুরাজ সিংহ থেকে শুরু করে বাঘ, হরিণ ও নীলগাই-সহ বিভিন্ন পশু। সমুদ্র সৈকতে এসেছে ঘুরছে ডলফিন। পাখির দল মনের আনন্দে খেলে বেড়াচ্ছে আকাশে। এবার একদল হাতিকে দেখা গেল নদীতে নেমে জলবিহারে মেতে উঠতে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে।

প্রভীন কাসওয়ান নামে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) -এর এক আধিকারিক ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি নদীতে ছানাপোনাদের নিয়ে জলবিহারে মত্ত রয়েছে একদল হাতি। কখনও শুঁড়ে করে জল নিয়ে একে অপরের শরীরে ছিটিয়ে দিচ্ছে তো কখনও হাঁটু ভেঙে বসে পড়ছে জলের মধ্যে। তাদের এই মজমস্তির ভিডিওটি পোস্ট করে প্রভীন কাসওয়ান ক্যাপশনে লিখেছেন, এই পবিবারটি একসঙ্গে স্নান করছে ও থাকছে। আপনারা কি কতগুলি হাতি রয়েছে তা গুনে বলতে পারবেন?

Advertisement

[আরও পড়ুন: লকডাউনে মুম্বই পুলিশের সহায় ‘হ্যারি পটার’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ]

রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই ভিডিওটি টুইটারে পোস্ট হওয়ার পরে এখনও পর্যন্ত ১৩ হাজার মানুষ এটি দেখে ফেলেছেন। তাঁদের মধ্যে কেউ হাতির সংখ্যা ১৪ তো কেউ ১৭ বলে উত্তরও দিয়েছেন। একজন টুইটারাট্টি লিখেছেন, এই দৃশ্য দেখে খুব আনন্দ পেয়েছিল। ভিডিওটি দেখে মনে পড়ছে উগান্ডার নীল নদীতে স্নান করতে থাকা জলহস্তীদের। ওখানেও মনের আনন্দে স্নান করতে দেখেছিলাম কয়েক’শো জলহস্তীকে।

[আরও পড়ুন: বাঁশ হাতে বাঘের সঙ্গে লড়াই, এক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে নেটদুনিয়ায় ‘হিরো’ বনকর্মী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement