Advertisement
Advertisement
Sleep

যে কোনও পরিস্থিতিতে ঘুমোতে হবে, এটাই চাকরি, ‘পেশাদার কুম্ভকর্ণ’ খুঁজছে এই সংস্থা

ঘুমোনোর চাকরি, ফলে পাজামার মতো ঘরোয়া পোশাকে অফিসে আসতে পারবেন কর্মীরা।

This US company is hiring professional nappers | Sangbad Prtidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:August 9, 2022 4:43 pm
  • Updated:August 9, 2022 10:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষ-গুণ আসলে আপেক্ষিক বিষয়! যুগের বদলে পালটে যাচ্ছে দোষ-গুণের চেনা ধারণা। যেমন, মরার মতো পড়ে পড়ে ঘুমোনোও যে প্রতিভা, কে কবে জানত! অথচ আমেরিকার একটি ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী সংস্থা ভাল ঘুমোতে পারা লোক খুঁজছে। কর্মী নিয়োগের বিজ্ঞাপনেই একথা জানিয়ে দিয়েছে সংস্থাটি। কেন?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন (CNN) জানিয়েছে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কের কোম্পানি ক্যাসপার (Casper) ‘ক্যাসপার স্লিপার’ (Casper Sleepers) নিয়োগ করছে। যেকোনও পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। ওই বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা এমন লোক নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। অফিসে গিয়েই কর্মীকে বাধ্যতামূলক ঘুমোতে হবে।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি ‘খয়রাতি’ নয়, সুপ্রিম কোর্টে কেন্দ্রকে পালটা আপের]

না, শুধু ঘুমোনোই নয়। অল্প হলেও অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে তাঁদের। কনটেন্ট হতে হবে ঘুম সংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে হিসেবে ঘুম বিষয়ক সেইসব ভিডিও শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়ায়।

এইসঙ্গে বলা হয়েছে, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পাজামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। জানানো হয়েছে, বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনামূল্য পাবেন ‘পেশাদার কুম্ভকর্ণ’ যুবকরা। ঘুমের চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে।

[আরও পড়ুন: চ্যালেঞ্জ নিয়ে বিমানের ডানায় উড়লেন ৯৩ বছরের ‘তরুণী’, ভিডিও দেখে বিস্মিত নেটিজেন]

এর আগে ঘুমোনোর চাকরিতে মাসে ১ লক্ষ টাকা বেতন দেবে বলে জানিয়েছিল একটি ভারতীয় সংস্থা। এর জন্য রোজ ন’ ঘণ্টা ঘুমোতে পারে, এমন লোক খুঁজছিল তারা। সংস্থার তরফে জানানো হয়েছিল, চাকরির জন্য তাঁরাই যোগ্য, যাঁরা খুব কম জায়গা বা আরামদায়ক পরিবেশ-পরিস্থিতি না পেলেও ঘুমিয়ে পড়তে পারেন! Wakefit.co নামের সংস্থাটির কর্মী নিয়োগের এমন বিজ্ঞাপনে সেবার হইচই পড়ে গিয়েছিল।

পৃথিবীতে মজার চাকরির অভাব নেই। ক’দিন আগেই আমেরিকার একটি লজেন্স প্রস্তুতকারক সংস্থা ‘লজেন্স চেখে দেখার জন্য লোক চাই’ বলে বিজ্ঞাপন করেছে। ক্যান্ডি ফানহাউজ নামের সংস্থাটি ছোটদেরও নিয়োগ করতে রাজি আছে বলে জানিয়েছে। তবে বয়স হতে হবে পাঁচ বছরের বেশি। ৩১ আগস্ট আবেদন করার শেষদিন। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement