সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামোজি ফিল্ম সিটিতে এমন কাহিনির উপর ভিত্তি করে সিনেমা তৈরি হয়ে থাকে। সকালে যিনি ছিলেন অপহরণকারী, বিকেলে গড়াতে জানা গেল তিনি স্বামী! তেলেঙ্গানার (Telangana) এক দলিত যুবক ও এক যুবতীর প্রেমকাহিনি এখন হিট। তবে এই ঘটনা ঘোর বাস্তব। এমনকী যুবতীকে অপহরণের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে। পরে সম্পূর্ণ অন্য দিকে বাঁক নেয় ঘটনা।
তেলেঙ্গানার সিরসিলা জেলার মুড়েপাল্লে গ্রামের বাসিন্দা বছর আঠারোর যুবতী। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁকে ‘অপহরণে’র পর সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। জানা যায়, বাবার সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহৃত হন যুবতী। একটি গাড়িতে করে তাঁকে তুলে নিয়ে যায় ৪ দুষ্কৃতী। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। যার পর থানায় অভিযোগ করেন যুবতীর বাবা। তিনি পুলিশকে জানান, অপহরণের আগে তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। মিডিয়ায় হইচইয়ের পরে দ্রুত ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এর পরেই আসরে নামেন খোদ যুবতী। যাতে ‘ইউ টার্ন’ নেয় গোটা ঘটনা।
সকালে অপহরণের ভিডিও ভাইরাল হওয়ার পর বিকেলে একটি ভিডিওতে যুবতী জানান, তাঁকে আদৌ অপহরণ করা হয়নি। প্রেমিককে বিয়ে করতেই এই পরিকল্পনা! তিনি বলেন, “আমি নিজেই আমার প্রেমিককে ডেকেছিলাম, আমায় নিয়ে যাওয়ার জন্য। ওর বয়স চব্বিশ বছর।” বয়স উল্লেখ করার নির্দিষ্ট কারণ রয়েছে। ধীরে ধীরে জানা যায়, ১০ মাস আগে যুবতী যখন আইনত নাবলিকা, তখন বাড়ি থেকে পালিয়ে জগিতাল জেলার এক মন্দিরে গিয়ে প্রেমিককে বিয়ে করেন। এতেই ক্ষিপ্ত হয় তাঁর পরিবার।
যুবতী জানিয়েছেন, তাঁর প্রেমিক দলিত সম্প্রদায়ের। তাই তাঁর বাবা-মা তাঁদের বিয়েতে রাজি ছিলেন না। অন্য এক জনের সঙ্গে বিয়ে ঠিক করেন। তখন প্রেমিকের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ দু’জনকে কাউন্সিলিং করে। যদিও বর্তমানে যুবতী প্রাপ্তবয়স্ক। তারপরেও পরিবার অমতের কারণে অপহরণের নাটক করা হয়। যুবতীর স্বীকারক্তির ভিডিও প্রকাশ্যে আসার পর পরিবার ও পুলিশ কী পদক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.